5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

এখন থেকে হিজাব পরতে পারবেন সেনাবাহিনীর নারী সদস্যরা

সেনাবাহিনীর নারী সদস্যরা এখন থেকে চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন। এ জন্য এক অফিস আদেশে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। এর আগে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল।

অ্যাডজুট্যান্ট জেনারেলের (এজি) কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক করে দেওয়া হয়েছে।

কর্মকর্তা ও নার্সিং সেবায় কর্মরতরাসহ অন্যান্য পদবির নারী সেনা সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন যে বিধিনিষেধ ছিল, তা সম্প্রতি তুলে নেওয়া হয়।

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক নারী সদস্যদের ইউনফর্মের সঙ্গে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে হিজাব পরিধানের একটি নীতিমালা করার কথাও বলেছে এজি অফিস।

অফিস আদেশে বলা হয়েছে, নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের (অফিসার, এএফএনএস ও অন্যান্য পদবি) ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা, হিজাবের কাপড়ের ধরন, রং ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে। একই সঙ্গে ইউনিফর্মের (কম্ব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি) সঙ্গে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

এম.কে
২৪ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

আবারও ডুবলো সিলেট নগরী, সিলেটের মেয়র নিয়ে জনমনে ক্ষোভ

ড. ইউনূসের প্রেস সেক্রেটারি হচ্ছেন এএফপির শফিকুল আলম

যুক্তরাজ্যে নিহত কুলসুমার গ্রামের বাড়ি বিশ্বনাথে চলছে শোকের মাতম