প্রাথমিক ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন।
ইলেক্টোরাল ভোটে প্রাথমিক ফলাফলে ট্রাম্প পেয়েছেন ২১৩ টি ইলেক্টোরাল ভোট। বাইডেন এগিয়ে ২৩৮টি ইলেক্টোরাল ভোট পেয়ে। মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৩৮টি। এর মধ্যে ২৭০টি ভোট পেলে নির্বাচিত হবেন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট।
রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তারা নির্বাচনে জিতেছে। তাকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী না মানা হলে প্রয়োজনে দেশটির সর্বোচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ডেমোক্র্যাট জো বাইডেন বলেন, আমরা জয়ের পথে রয়েছি।
লক্ষ লক্ষ ভোট এখনো অগণিত রয়েছে তাই কোনও প্রার্থী এখনও বিজয় দাবি করতে পারবেন না। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন সেটি জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
৪ নভেম্বর ২০২০
এসএফ