জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় একটি লকার জব্দ করেছে। বুধবার সকালে সেনা কল্যাণ ভবনে অবস্থিত এই ব্যাংকের শাখায় অভিযান চালিয়ে লকারটি সিলগালা করা হয়।
সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লকার নম্বর–১২৮ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নিবন্ধিত। লকারটির দুটি চাবি রয়েছে, যার একটি শেখ হাসিনার কাছে রয়েছে বলে সিআইসি নিশ্চিত করেছে।
এনবিআর সূত্র জানিয়েছে, লকার জব্দের ঘটনায় প্রাথমিকভাবে একটি টিম দায়িত্ব পালন করছে। লকারের ভেতরে কী রয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে লকার খোলা হতে পারে।
সিআইসির কর্মকর্তারা জানিয়েছেন, লকার জব্দের বিষয়ে বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। একই সঙ্গে এর সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৫