14.5 C
London
October 4, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

এনসিপিকে ‘রিজেক্ট’ করলেন নীলা ইস্রাফিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সম্পর্ক রিজেক্ট (ছিন্ন) করার ঘোষণা দিয়েছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। এই দলে অপরাধীর বিচার হয় না বলেও অভিযোগ করেছেন তিনি।

সোমবার (২৮ জুলাই) নিজের ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে তিনি তার এনসিপি ত্যাগের বিষয়টি জানান।

ফেসবুক নীলা ইস্রাফিল লেখেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপি (NCP) একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।

তিনি আরও লেখেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা যে ব্যক্তিটি করেছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, বরং সে দলীয় ছত্রচ্ছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করে না।

পোস্টের শেষে নীলা ইস্রাফিল লেখেন, আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি রিজেক্ট করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত‍্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৮ জুলাই ২০২৫

আরো পড়ুন

জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

বাংলাদেশ পুলিশে আচানক ঘটনা, ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক

নিউজ ডেস্ক

সাহেদ একজন চতুর অপরাধী: আদালত

অনলাইন ডেস্ক