TV3 BANGLA
বাংলাদেশ

এবারের ঈদে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান

২০১৬ সাল থেকে প্রতিবছর নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন ড. মাহফুজুর রহমান। করোনা প্রকোপে সব থেমে গেলেও থামেনি তার গান পরিবেশন, তবে এবার এবার ঘটছে ছন্দপতন। আসন্ন ঈদুল ফিতরে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান।

মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমকে এই খবর জানিয়েছেন এটিএন বাংলার জনসংযোগ বিভাগ। ২০১৬ সালের পবিত্র ঈদুল আজহায় নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে প্রথম আলোচনায় আসেন মাহফুজুর রহমান। এর পর থেকে প্রত্যেক ঈদেই তিনি নিয়মিত গাইতেন।

এটিএন বাংলার জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, এবার ঈদে গান ড. মাহফুজুর রহমান শোনাচ্ছেন না। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। অসুস্থতা ও ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত।

শেষ ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান।

এম.কে
২৯ মার্চ ২০২৫

আরো পড়ুন

যমুনায় বোতলজাত পানির জায়গায় এলো জগ আর মগ

ভিভিআইপি প্রটোকল নিয়েও যানজটে বসে রইলেন ড. ইউনূস

ফেসবুকে হরতাল ডেকে মাঠে নেই আওয়ামী লীগ!