TV3 BANGLA
বাংলাদেশ

এবার ‘লাল’ হলো সাবেক সেনাপ্রধান ইকবাল করিমের প্রোফাইল

নিজেদের ব্যক্তিগত সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রোফাইলে ‘লাল রংয়ের’ ছবি দিচ্ছেন কোটা আন্দোলনে সমর্থন দেওয়া শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ। হত্যা ও নির্যাতনের শিকার শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা ও সরকারের প্রতি প্রতিবাদস্বরূপ তারা এ কর্মসূচি পালন করছেন। এবার শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে নিজের ব্যক্তিগত প্রোফাইলের ছবি পরিবর্তন করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া। কাভার ফটো বদল করেও তিনি দিয়েছেন লাল রংয়ের ছবি।

মঙ্গলবার ৩০ জুলাই রাতে তিনি তার প্রোফাইল পিকচার ও কাভার ফটো পরিবর্তন করেন। হাজারো মানুষ শেয়ার ও মন্তব্য করেছেন। বেশিরভাগ ব্যবহারকারী তার এমন পদক্ষেপের প্রশংসা করেছেন।

শুধু জেনারেল ইকবাল করিম নয়, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রোফাইল লাল রংয়ের ফ্রেমে রাঙিয়েছেন আরও অনেকে। এসব ব্যক্তির মধ্যে শিক্ষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, লেখক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ আছেন। অন্যদিকে সরকার-সমর্থকদের অনেকে ফেসবুক প্রোফাইলে কালো রংয়ের ফ্রেম জুড়েছেন।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সংঘর্ষে এখন পর্যন্ত ২১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত হয়। এরপর রাতে শিক্ষার্থীদের ৯ দফা দাবির পক্ষে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে মঙ্গলবার মুখ ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলার কর্মসূচি ঘোষণা করেন কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফেসবুক প্রোফাইলের ছবিতে লাল ও কালো রংকে সরকার ও সরকার বিরোধী হিসাবে নিজের অবস্থান প্রকাশ করার মাধ্যম বলে বেছে নিয়েছেন সুশীল ও নাগরিক সমাজের মানুষজন। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলের ছবি যাচাই করলে সরকারের অবস্থান নিম্নগামী বলেও মত দিয়েছেন অনেকে।

প্রাফাইলে লাল রং কর্মসূচি ঘোষণার পর গতকাল রাত থেকেই ফেসবুকের প্রোফাইলে লাল রংয়ের ফ্রেম সাঁটাতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা তাদের ফেসবুক প্রোফাইলে লাল ফ্রেম সাঁটিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, কামরুল হাসান, সামিনা লুৎফা, রুশাদ ফরিদী, কাজলী সেহরীন ইসলাম, সাইফুল আলম চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক জামিল খান প্রমুখের ফেসবুক প্রোফাইলে লাল রংয়ের ফ্রেম দেখা গিয়েছে।

এম.কে
৩১ জুলাই ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছেঃ আইএমএফ

অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করল র‌্যাবের হেলিকপ্টার

সিলেটের কৈলাশটিলায় মিলল আরও ৫৩ বিলিয়ন ঘনফুট গ্যাস