4 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

এসবি প্রধান মনিরুল ও ডিএমপি কমিশনার হাবিবকে বাধ্যতামূলক অবসর

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হওয়া পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে এসবি প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপি কমিশনার হাবিবকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছিল।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে পুলিশে ব্যাপক রদবদল শুরু হয়। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।

এদিকে, কোটা আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক মুদি দোকানদার হত্যার অভিযোগে মঙ্গলবার (১৩ আগস্ট) এক ব্যক্তির দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির মধ্যে বাধ্যতামূলক অবসরে যাওয়া ডিএমপি কমিশনার হাবিবুর রহমানও একজন।

এম.কে
১৪ আগস্ট ২০২৪

আরো পড়ুন

বাতিল হলো পিএসসির ৬ সদস্যের নিয়োগ

কোটা ইস্যুতে নিশ্চুপ সাকিবের প্রশ্ন ,‘আপনি দেশের জন্য কী করছেন’

দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন মো: সাহাবুদ্দিন চুপ্পু

নিউজ ডেস্ক