20 C
London
September 16, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

ওবায়দুল কাদেরকে ঠাকুরগাঁওয়ের আমন্ত্রণ জানালেন মির্জা ফখরুল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, ‘ওবায়দুল কাদের কথায় কথায় বলতেন আমরা পালাবো না। আমার ঠাকুরগাঁওয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন তিনি। এখন উনি কোথায়, পালিয়ে গেলেন কেন? আমার বাড়িতে এসে লুকিয়ে আছে নাকি? এখন আমি ঠাকুরগাঁওয়ে আছি। আপনাকে আমন্ত্রণ জানালাম, চলে আসেন।’

মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার সদর উপজেলার গড়েয়া ডিগ্রী কলেজে বিএনপির আয়োজিত ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘সবারই গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার রয়েছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে জনগণের মুখ চেপে ধরেছিল। দেশটাকে তারা লুটপাট করেছে। কেউ কথা বললে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমাদের দলের প্রায় ৭০০ নেতাকর্মীকে গুম করেছে আওয়ামী লীগ।’

এসময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রতিটি সময় সব ষড়যন্ত্র রুখতে সকলের পাশে আছে। আপনারা কথা দেন আপনারা প্রতিটি সময় হিন্দু ভাইদের পাশে থাকবেন। দেশের যে কোনো হামলা এলে সকলে একত্রিত হয়ে মোকাবেলা করবেন।’

শেখ মুজিবরের অসম্মানের জন্য শেখ হাসিনাকে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে শেখ হাসিনার জন্যই শেখ মুজিবর রহমানকে মানুষ অসন্মান করছে। শেখ হাসিনা এতো অত্যাচার করেছে এ দেশের মানুষের উপর; যার ফলশ্রুতিতে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে, আর এদিকে জনগন ক্ষিপ্ত হয়ে শেখ মুজিবর রহমানের মূর্তি টেনেহিঁচড়ে ফেলে দিয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত আবু সাঈদ ও মুগ্ধের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের এই দুই ছাত্র আমাদের সন্তান মুগ্ধ ও আবু সাঈদকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকারে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা। যেভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে তারা আমাদের নিরিহ মানুষের উপরে তারই ফলশ্রুতিতে বাধ্য হয়েছে হাসিনা দেশে ছেড়ে পালিয়ে যেতে।’

বিগ্রেডিয়ার আযমীর আয়নাঘর থেকে মুক্ত হওয়ার কথা তুলে ধরে ফখরুল বলেন, ‘গোলাম আযমের ছেলেকে গুম করে আয়নাঘরে আটক করে রেখেছিল। ৮টি বছর একঘরে বহু কষ্টে জীবনযাপন করেছেন তিনি। তার অপরাধ গোলাম আযমের ছেলে। শেখ মুজিবের কন্যা এত নিষ্ঠুর নির্মম হয় কীভাবে।’

এম.কে
১৪ আগস্ট ২০২৪

আরো পড়ুন

‌‘দুর্গাপূজার নিরাপত্তায় মন্দির পাহারা দেবে মাদ্রাসা ছাত্ররা‌’

বাংলাদেশ থেকে ১১৩৫ সেনা সদস্য নিয়োগ দেবে কাতার

বাংলাদেশ পরিস্থিতি তাদের আভ্যন্তরীণ বিষয়ঃ রাশিয়া