3.6 C
London
November 19, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ওমরাহর তাওয়াফের জন্য কাবার প্রাঙ্গণ নির্দিষ্ট করল সৌদি আরব

ওমরাহ পালনকারীদের তাওয়াফের জন্য কাবার প্রাঙ্গণ বেঁধে দিয়েছে সৌদি আরব। নির্দিষ্ট এই প্রাঙ্গণের বাইরে কাবার অন্য এলাকায় প্রবেশ করা যাবে না। নিরাপত্তা নিশ্চিত করে কোনো বিঘ্ন ছাড়া ও স্বাচ্ছন্দ্যে ওমরাহর আচার-অনুষ্ঠান পালনের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, নামাজের জন্য ওমরাহর স্থান বাদ দিয়ে মসজিদের অন্য জায়গা ব্যবহার করতে বলা হয়েছে।

মুসলমানদের পবিত্র রমজান মাস সামনে রেখে ওমরাহ মৌসুম যখন তুঙ্গে, তখন এই পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়। আগামী ১১ মার্চ থেকে আরবি চন্দ্র মাস রমজান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

যেসব মুসলিম বার্ষিক হজ পালন করতে পারেন না, তারা এই সময়টাতে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান।

সাম্প্রতিক মাসগুলোতে সারা বিশ্ব থেকে আসা মুসলমানদের ওমরাহ পালনে সুবিধার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। ব্যক্তিগত, পর্যটক বা ভ্রমণ ভিসা নিয়েই মুসলিমরা ওমরাহ পালন করতে পারবেন এবং ই-অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের মাধ্যমে হজরত মোহাম্মদ (সা.)-এর রওজা মোবারকে যেতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষ ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করেছে এবং ভিসাধারীদের সব ধরনের স্থল, আকাশ ও সমুদ্রপথে সৌদি আরবে প্রবেশ এবং যেকোনো বিমানবন্দর দিয়ে বের হওয়ার অনুমতি দিয়েছে। নারী হাজিদের হজ বা ওমরাহ পালনের জন্য সঙ্গে মাহরাম আনার প্রয়োজন নেই বলে ঘোষণা দেয়া হয়েছে।

সূত্রঃ গালফ নিউজ

এম.কে
০৬ মার্চ ২০২৪

আরো পড়ুন

মালদ্বীপের পার্লামেন্টে সাংসদদের মধ্যে কুস্তি ও মারামারি!

স্বপরিবারে মার্কিন নিষেধাজ্ঞার কবলে কলম্বিয়ার সাবেক জেনারেল

উপগ্রহ চিত্রে ধরা ইসরাইল, ধ্বংস ২০ যুদ্ধবিমান