13.5 C
London
May 17, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ওমরাহ হাজীদের সৌদি ত্যাগের নির্দেশ

বার্ষিক হজ শুরুর আগে সৌদি আরবে যারা ওমরাহ পালন করতে গিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার।

সৌদি সংবাদমাধ্যম জানায়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ হাজীদের জন্য আরবি মাস ‘জিলক্বদ’ এর ২৯ তারিখ অর্থাৎ ২১ মে পর্যন্ত ফিরে যাওয়ার সময় নির্ধারণ করে দিয়েছে।

বিদেশি মুসলমান, যারা এই বছরের হজে যোগদানের পরিকল্পনা করছেন, তারা ‘জিলক্বদ’ মাসের ১ তারিখ থেকে সৌদি আরবে আসতে শুরু করবেন।

যারা ওমরাহ পালন শেষে ফিরে যাবে না, তাদের জরিমানা, দেশ থেকে নির্বাসন এবং ১০ বছরের জন্য পুনরায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

সৌদি পর্যটন মন্ত্রী আহমেদ আল খতিব গত সপ্তাহে বলেছেন, চলতি মৌসুমে ৬ মিলিয়নেরও বেশি মুসলমান ওমরাহ পালন করেছেন।

 

আরো পড়ুন

প্রথম হজ কোটা ফেরত

গাজায় গণহত্যা নিয়ে আইসিজের রায় ‘ঐতিহাসিক’: জাতিসংঘ দূত

নিউজ ডেস্ক

এসি ছাড়াও গরমে ঠান্ডা মরু’র স্কুল