3.9 C
London
February 11, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ওমানের নতুন নাগরিকত্ব আইন: প্রবাসীদের জন্য শর্ত ও সুযোগ

সম্প্রতি ওমানের সুলতান রয়্যাল ডিক্রির মাধ্যমে নতুন নাগরিকত্ব আইন অনুমোদন করেছেন। এই আইনের তৃতীয় অধ্যায়ে প্রবাসী ও বিদেশিদের নাগরিকত্ব পাওয়ার শর্তাবলী বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

প্রবাসীদের জন্য নাগরিকত্বের শর্তাবলীআইনের ধারা ১৭ অনুযায়ী, কোনো প্রবাসী যদি ওমানের নাগরিকত্বের জন্য আবেদন করতে চান, তবে তাকে কমপক্ষে ১৫ বছর ধারাবাহিকভাবে ওমানে বসবাস করতে হবে। তবে বছরে ৯০ দিনের বেশি অনুপস্থিতি গ্রহণযোগ্য হবে না।

এছাড়া, আবেদনকারীর অবশ্যই আরবি ভাষায় দক্ষ হতে হবে, ভালো চরিত্রের অধিকারী হতে হবে এবং কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না।

পাশাপাশি, সুস্বাস্থ্য বজায় রাখা, সংক্রামক রোগমুক্ত থাকা এবং নিজের ও পরিবারের ভরণ-পোষণের জন্য বৈধ আয়ের উৎস থাকা বাধ্যতামূলক। আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, আবেদনকারীকে পূর্ববর্তী দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে এবং দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য হবে না।

বিবাহের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগআইনের ধারা ১৯ অনুযায়ী, কোনো বিদেশি নারী যদি ওমানি পুরুষের সঙ্গে ৮ বছর বিবাহিত থেকে একটি সন্তান জন্ম দেন, তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে তাকে তার পূর্ববর্তী নাগরিকত্ব ত্যাগ করতে হবে এবং আরবি ভাষায় দক্ষ হতে হবে।

অন্যদিকে, ধারা ১৮ অনুযায়ী, কোনো প্রবাসী পুরুষ যদি ওমানি নারীর সঙ্গে ১০ বছর বিবাহিত থাকেন এবং তাদের একটি সন্তান থাকে, তবে তিনিও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও আরবি ভাষায় দক্ষতা, ভালো আচরণ এবং পূর্ববর্তী নাগরিকত্ব ত্যাগের শর্ত প্রযোজ্য হবে।

বিশেষ শর্তসাপেক্ষ নাগরিকত্বআইনের ধারা ২০ ও ২১ অনুযায়ী, শর্তসাপেক্ষে ওমানি পুরুষের বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন স্ত্রী নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া, ধারা ২২ অনুযায়ী, তালাকপ্রাপ্ত ওমানি নারীর সন্তানদের নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ থাকবে, তবে নির্দিষ্ট শর্ত মানতে হবে।

এই নতুন আইনটি ওমানি নাগরিকত্ব পাওয়ার শর্তাবলী কঠোর ও সুস্পষ্টভাবে নির্ধারণ করেছে, যা দেশের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণের লক্ষ্যে গৃহীত হয়েছে।

এম.কে
১১ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের ১০ ফুল-ফান্ড স্কলারশিপ

নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

মৃত্যুর আগে লেখা উইলে সহযোদ্ধাদের যেসব নির্দেশনা দিয়েছেন সিনওয়ার