সংযুক্ত আরব আমিরাতে কর্মীরা এখন থেকে তিন বছরের ওয়ার্ক পারমিট পাবে। দেশটির কর্তৃপক্ষ নতুন এই নিয়মের ঘোষণা দিয়েছে। এর আগে আমিরাতে একজন কর্মী দুই বছরের ওয়ার্ক পারমিট পেতো। ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের অনুমোদনের পর দেশটি থেকে এই সিদ্ধান্ত এল বলে খবরে জানা যায়।
মূলত সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে হলে বৈধ ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যে কর্মচারী তাদের কোম্পানির সঙ্গে প্রবেশনারি সময়কালের পরে ন্যূনতম এক বছর থাকবে তারা এই সুবিধা পাবে। তবে উভয় পক্ষকেই সময় বাড়ানোর ক্ষেত্রে রাজি থাকতে হবে।
দেশটির সরকারের এই সিদ্ধান্তে কর্মচারীদের পাশাপাশি কোম্পানিও লাভবান হবে। কারণ তাদের ওয়ার্ক ভিসার জন্য আবেদন খরচ কমে যাবে।
তাছাড়া কোনো কর্মচারীর চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের ফি মওকুফ করারও পরামর্শ দিয়েছে কমিটি।
সংযুক্ত আরব আমিরাত দেশটির সব কর্মচারীদের জন্য একটি বেকারত্ব বীমা প্রকল্পও চালু করেছে। এই উদ্যোগটি ১ জানুয়ারি চালু করা হয়, যা সব কর্মীদের জন্য বাধ্যতামূলক।