3.2 C
London
January 19, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ওসমানীতে ম্যানচেস্টারগামী যাত্রীর ল্যাগেজ ভর্তি বেনসন ও জর্দা জব্দ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মো. লিয়াকত আলী (৬২) নামে যুক্তরাজ্যগামী এক যাত্রীর ল্যাগেজ থেকে সিগারেট ও জর্দা জব্দ করা হয়েছে।

গত শনিবার ১৩ জুলাই সকাল সাড়ে ৯ টায় বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭ এপিবিএন) মালামালগুলো জব্দ করে। জব্দকৃত ৫ কার্টুন বেনসন সিগারেট ও ৮ কেজি মমো জর্দার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। যুক্তরাজ্যগামী ঐ যাত্রী সুনামগঞ্জের বাসিন্দা বলে জানা যায়। ৭ এপিবিএন-মিডিয়া কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শনিবার ১৩ জুলাই সকাল সাড়ে ৯ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ম্যানচেস্টারগামী যাত্রী লিয়াকতের ল্যাগেজ ডিপার্চার স্ক্যানিং মেশিনে স্ক্যানিং করা কালে ৫ কার্টুন বেনসন সিগারেট ও ৮ কেজি মমো জর্দা পাওয়া যায়। পরে এপিবিএনের ইন্টেলিজেন্স টিম ও বিমানবন্দররের কাস্টমস কর্তৃপক্ষ সিগারেট ও জর্দা জব্দ করে।

সূত্রঃ সিলেট ভিউ

এম.কে
১৫ জুলাই ২০২৪

আরো পড়ুন

হাসিনার দেশত্যাগের পর ‘সংযম’ দেখানোয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা যুক্তরাষ্ট্রের

পালানোর সময় সিলেটের বিমানবন্দরে আটক আওয়ামী লীগের ২ নেতা

বাংলাদেশের বৈশ্বিক সামরিক শক্তিতে ৩ ধাপ উন্নতি