18.8 C
London
July 17, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ওসমানীতে ম্যানচেস্টারগামী যাত্রীর ল্যাগেজ ভর্তি বেনসন ও জর্দা জব্দ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মো. লিয়াকত আলী (৬২) নামে যুক্তরাজ্যগামী এক যাত্রীর ল্যাগেজ থেকে সিগারেট ও জর্দা জব্দ করা হয়েছে।

গত শনিবার ১৩ জুলাই সকাল সাড়ে ৯ টায় বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭ এপিবিএন) মালামালগুলো জব্দ করে। জব্দকৃত ৫ কার্টুন বেনসন সিগারেট ও ৮ কেজি মমো জর্দার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। যুক্তরাজ্যগামী ঐ যাত্রী সুনামগঞ্জের বাসিন্দা বলে জানা যায়। ৭ এপিবিএন-মিডিয়া কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শনিবার ১৩ জুলাই সকাল সাড়ে ৯ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ম্যানচেস্টারগামী যাত্রী লিয়াকতের ল্যাগেজ ডিপার্চার স্ক্যানিং মেশিনে স্ক্যানিং করা কালে ৫ কার্টুন বেনসন সিগারেট ও ৮ কেজি মমো জর্দা পাওয়া যায়। পরে এপিবিএনের ইন্টেলিজেন্স টিম ও বিমানবন্দররের কাস্টমস কর্তৃপক্ষ সিগারেট ও জর্দা জব্দ করে।

সূত্রঃ সিলেট ভিউ

এম.কে
১৫ জুলাই ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশ নিয়ে যুক্তরাজ্যের এপিপিজি’র রিপোর্টকে ‘একপাক্ষিক’ বললেন রূপা হক

উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন শায়খ আহমাদুল্লাহ

ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী