TV3 BANGLA
বাংলাদেশ

ওসমান হাদিকে গুলির অভিযুক্ত ফয়সালের সাথে একটি বড় ইসলামি দলের কতিপয় নেতার সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দারা

রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় পুলিশ প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’-এর কম্পিউটার জব্দ করেছে। তার পরিবারের এক সদস্যকেও গ্রেফতার করেছে আইন-শৃংখলা বাহিনী।

আইন-শৃংখলা বাহিনীর সূত্রে জানা গেছে, হাদিকে গুলি করার ঘটনায় ফয়সালের সঙ্গে এক বড় ইসলামি দলের কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ঘটনার পর ফয়সাল মোটরসাইকেলে প্রথমে সাভার, পরে ধামরাই এবং তারপর নালিতাবাড়ি এলাকায় গিয়েছে। এরপর সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে গেছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

নালিতাবাড়ি সীমান্ত থেকে সিববিয়ন ও সঞ্জয় নামে দুই জনকে আটক করা হয়েছে। তাদের সীমান্তে অবৈধ লোক পারাপারের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

ফয়সাল করিম মাসুদের মালিকানাধীন ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ২০১৬ সালে ‘ব্যাটল অব ৭১’ নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধভিত্তিক কম্পিউটার গেম তৈরি করেছিল।

ফয়সাল করিম ছাত্রলীগের কার্যক্রমনিষিদ্ধ ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালের কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটিতেও তার নাম ছিল। নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই রাজধানীর পুরানা পল্টনে হাদিকে গুলি করা হয়।

ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে ফয়সালের সাম্প্রতিক ছবি ও ভিডিও তল্লাশি ও তদন্তের জন্য সংগ্রহ করা হয়েছে। গুলির ঘটনায় তার সরাসরি সংশ্লিষ্টতা শনাক্ত করতে আইনের পরামর্শে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন।

ফয়সালের শিক্ষা ও পেছনের রাজনৈতিক সম্পর্কও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনি কম্পিউটারবিজ্ঞানে স্নাতক এবং এমবিএ করেছেন। তার সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ফয়সাল দীর্ঘদিন ধরে হাদিকে অনুসরণ করছিলেন।

গত বছর ওসমান হাদির ওপর গুলির ঘটনার আগে ফয়সালকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল। তখন তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল।

সূত্রঃ ইনকিলাব

এম.কে

আরো পড়ুন

এইচআরডব্লিউ থেকে আইন উপদেষ্টাকে চিঠি, ‘শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড নয়’

শাহজালাল বিমানবন্দরের চারপাশকে ‘নীরব এলাকা’ ঘোষণা

জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বিচারপতি জুবায়ের রহমান