TV3 BANGLA
বাংলাদেশ

ওসমান হাদির ওপর হামলার পর রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে, ষড়যন্ত্রের অডিও ঘিরে দেশজুড়ে আতঙ্ক

ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির ওপর নৃশংস হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এই হামলাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।

 

এরই মধ্যে অনলাইনে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে, যেখানে জুলাই বিপ্লবে জড়িতদের লক্ষ্য করে পরিকল্পিত হামলার কথা বলা হয়েছে। অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার যোগাযোগ হয়েছে এবং তিনি নাকি হামলার ‘লাইসেন্স’ নিয়ে নিয়েছেন। সেখানে আরও দাবি করা হয়, প্রশিক্ষিত যুবকদের পরিকল্পিতভাবে মাঠে নামানো হয়েছে এবং আওয়ামী লীগকে ভয় না পেয়ে রাজপথে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অডিও ক্লিপে ধারাবাহিক ও কঠোর হামলার হুমকির কথাও উঠে আসে। একাধিক সহিংস ঘটনার ইঙ্গিত দেওয়া হয় এবং ‘প্রবল’ নামের এক ব্যক্তির উল্লেখ করা হয়, যিনি নাকি বিষয়টির গভীরে অবগত। আলোচনায় রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির নামও আসায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

এই প্রেক্ষাপটে ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ঘোষণায় বলা হয়েছে, ওই নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়ার পর আওয়ামী লীগ প্রতিশোধপরায়ণ হয়ে উঠতে পারে—এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বর্তমান পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, সেদিকেই এখন সবার নজর। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাও রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি করছে।

ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী একে অপরের বিরুদ্ধে দোষারোপে লিপ্ত হয়েছে। পাল্টাপাল্টি অভিযোগে রাজনৈতিক পরিবেশ আরও ঘোলাটে হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, এই কাদা ছোড়াছুড়ির সুযোগে ষড়যন্ত্রকারীরা ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তীব্র বাকযুদ্ধ ও নানা ধরনের দাবি-প্রতিদাবি। যাচাই-বাছাইহীন তথ্য ছড়িয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি বাড়ছে। সামগ্রিকভাবে হামলা, অডিও ফাঁস এবং রাজনৈতিক পাল্টাপাল্টি অবস্থানের ফলে দেশ এক অনিশ্চিত ও উত্তপ্ত সময়ের দিকে এগোচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

রাজনগরের কামারচাক ইউনিয়ন চেয়ারম্যান গ্রেফতার

শ্রীমঙ্গলের রাধানগরঃ পর্যটনের ছোঁয়ায় কৃষি গ্রাম থেকে পর্যটন পল্লীতে রূপান্তর

ভোটার হচ্ছেন জুবাইদা, প্রার্থী হওয়া নিয়ে গুঞ্জন