TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

করোনার নতুন ঢেউঃ যুক্তরাজ্যে সংক্রমণ বেড়েছে ২০ শতাংশ

যুক্তরাজ্যে এ বছর করোনাভাইরাস সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে প্রায় ১,৫০০ জন নতুনভাবে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশ বেশি। যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি (UKHSA) এ তথ্য প্রকাশ করেছে।

বিশেষজ্ঞদের মতে, হঠাৎ এই সংক্রমণ বৃদ্ধির পেছনে মৌসুমি প্রভাব এবং নতুন ভ্যারিয়েন্টের সক্রিয়তা ভূমিকা রাখতে পারে। অনেকেই শীতকালীন ঠান্ডাজনিত অসুস্থতাকে সাধারণ সর্দি-কাশি ভেবে অবহেলা করছেন, যার ফলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।

UKHSA জানিয়েছে, সংক্রমণ বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে হাসপাতাল ও কমিউনিটি উভয় পর্যায়েই। যদিও আক্রান্তদের বেশিরভাগই মৃদু উপসর্গে ভুগছেন, তবুও উচ্চ ঝুঁকির রোগী, প্রবীণ এবং দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য পরিস্থিতি আশঙ্কাজনক হতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনগণকে সতর্ক থাকতে, প্রয়োজনবোধে টিকা গ্রহণ করতে এবং উপসর্গ দেখা দিলে পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, জনসমাগমে মাস্ক ব্যবহার ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দেওয়া হচ্ছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৫ আগস্ট ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে আসছে ভাড়াটিয়া অধিকার বিল

নিউজ ডেস্ক

ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে যুক্তরাজ্য যাচ্ছেন প্রিন্স হ্যারি

প্রিন্স হ্যারি’র মার্কিন ভিসা ড্রাগ ব্যবহারের কারণে ‘প্রত্যাহার’ করা হতে পারে