সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র রুশনা বেগম (৫৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার (৮ আগস্ট) খবরটি নিশ্চিত করে দেশীয় সংবাদমাধ্যমগুলো।
খবরে বলা হয়, রুশনা বেগম হৃদরোগজনিত কারণে গত পাঁচ দিন আগে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়ে। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
করোনায় মারা যাওয়া রুশনা বেগমের বাড়ি বিয়ানীবাজার পৌরসভার সোপাতলা গ্রামে। তিনি দুই সন্তানের জননী।
৮ আগস্ট ২০২০