TV3 BANGLA
আন্তর্জাতিক

কর্মসংস্থানের অভাবে ভারতীয়রা ইসরায়েল যাচ্ছে

হরিয়ানার একটি বিশ্ববিদ্যালয়ে শত শত মানুষ জড় হয়েছিল ইসরায়েলে নির্মাণ কাজের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে পাওয়া রিপোর্ট থেকে জানা যায়, ইসরায়েল নির্মাণ খাতকে সমৃদ্ধ করার জন্য চীন, ভারত এবং অন্যান্য দেশ থেকে ৭০ হাজার শ্রমিক নেওয়ার পরিকল্পনা করছে।

রিপোর্টে বলা হয়েছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল প্রায় ৮০ হাজার ফিলিস্তিনি শ্রমিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর দেশটিতে শ্রমিক সংকট দেখা দিয়েছে।

ইসরায়েল ভারত থেকে প্রায় ১০ হাজার শ্রমিক নিবে বলে জানা গেছে। উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতে চাকরির আবেদন গ্রহণ করা হচ্ছে। হরিয়ানার রোহতক শহরের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় সারা দেশ থেকে কয়েক হাজার আবেদনকারীর জন্য পরীক্ষা আয়োজন করছে।
দিল্লিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে পাওয়া রিপোর্ট থেকে জানা যায়, ইসরায়েল নির্মাণ শ্রমিকদের আবাসন এবং চিকিৎসা সুবিধা সহ প্রতি মাসে প্রায় ১ লক্ষ ৩৭ হাজার টাকা (১৬৪৮ মার্কিন ডলার) প্রদান করছে।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৬ জানুয়ারি ২০২৪

 

আরো পড়ুন

দেহদান নয়, ইসলামি রীতিতে দাফন চান কবীর সুমন

নিউজ ডেস্ক

ফরাসি রাজনীতিতে বড় ধাক্কাঃ গাদ্দাফি অর্থকাণ্ডে জেলে যাচ্ছেন নিকোলা সারকোজি

কাশ্মীরে ভারতীয় দম্পতি নিহতের মিথ্যা প্রোপাগান্ডা ভারতীয় মিডিয়াজুড়ে!