9.8 C
London
February 22, 2025
TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

কর্মী খুঁজছে এন্টার্কটিকার ‘পেংগুইন পোস্ট অফিস’

দুঃসাহসী ব্যক্তিরা অ্যান্টার্কটিকায়, বিশ্বের সবচেয়ে দূরবর্তী পোস্ট অফিসে চাকরির জন্য আবেদন করেছেন। পোর্ট লকরয়ের এই পোস্ট অফিস ‘পেঙ্গুইন পোস্ট অফিস’ নামেও পরিচিত।

 

একটি ‘অনুপ্রেরণাদায়ক এবং শক্তিশালী’ দলনেতার জন্য আহ্বান জানিয়েছে পোস্ট অফিসটির কর্তৃপক্ষ, যিনি চার থেকে পাঁচ জনের দেখাশোনা করবেন এবং তাদের সাইটের মৌসুমী অপারেশন চালাতে সহায়তা করবেন৷

 

দলনেতা হিসেবে কিছু দায়িত্বের মধ্যে রয়েছে কর্মীদের পরিচালনা, পেঙ্গুইন গণনা করা, মেইল বাছাই করা এবং স্ট্যাম্প বিক্রি করা এবং যাদুঘরের প্রদর্শন তত্ত্বাবধান করা।

 

হিমাঙ্কের তাপমাত্রা, যা বেশিরভাগ দিনে শূন্যের মাত্র কয়েক ডিগ্রি উপরে থাকবে। কর্মচারীরা একটি নিসেন কুঁড়েঘরে থাকবে, বাইরের বিশ্বের সাথে সীমিত যোগাযোগ রাখা সম্ভব হবে এবং প্রবাহিত জলের অ্যাক্সেস নেই সেখানে।

 

পরিদর্শনকারী জাহাজগুলো প্রতি কয়েক দিন পরপর পানি দেবে কিন্তু যখন পরিস্থিতি খারাপ হয় তখন কর্মীদের গোসল না করে দুই সপ্তাহ পর্যন্ত কাটাতে হতে পারে।

 

জরুরি পরিস্থিতিতে কাউকে হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করতে সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে।

 

কাজের বিবরণ অনুসারে, পোর্ট লকরয়ে কাজ করতে ইচ্ছুক যে কেউ শারীরিক এবং মানসিকভাবে তা করতে সক্ষম হতে হবে।

 

১ মে ২০২২
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যে প্রতিকূল আবহাওয়ায় ফ্লাইট স্থগিত

জালিয়াতির খরচ অনুমানে পুরনো তথ্যের উপর নির্ভর করে হোম অফিস

অনলাইন ডেস্ক

ল্যাবে উৎপাদিত মুরগি খাওয়ার জন্য নিরাপদ: মার্কিন নিয়ন্ত্রক