রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় আগামীকাল শনিবার সব ধরনের মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার ডিএমপি কমিশনার (চলতি দায়িত্বে) মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আগামীকাল শনিবার পাইওনিয়ার রোডস্থ ৬৬নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করেছে।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতা’ ব্যানারে একটি মিছিল রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় দুপক্ষই তাদের ওপর হামলার দাবি করে। পরে রাতে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেয় শিক্ষার্থীরা।
এর প্রতিবাদে, শনিবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি পূর্বঘোষিত সমাবেশ করবে বলে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় দলটি।
পাল্টা জবাবে অপর এক সংবাদ সম্মেলনে কাকরাইলে জাতীয় পার্টিকে সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানায় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতা।
এসব ঘটনার প্রেক্ষিতে রাজধানীবাসীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির পক্ষ থেকে সভা-সমাবেশ নিষিদ্ধের এ ঘোষণা এলো।
এম.কে
০২ নভেম্বর ২০২৪