16.4 C
London
May 29, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

কানাডায় খালিস্তানপন্থীদের প্রতিক্রিয়াঃ মোদি-অমিত শাহদের ব্যর্থতাই ঘৃণার বীজ বুনছে প্রবাসেও

কানাডায় সম্প্রতি অনুষ্ঠিত একটি খালিস্তানপন্থী মিছিল আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—ভারতের শাসকগোষ্ঠীর ভুল নীতিই আজ বিশ্বজুড়ে ভারতীয়দের বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। মিছিলে দাবি তোলা হয় কানাডা হতে ৮ লাখ হিন্দুকে ভারতে ফেরত পাঠানোর, এবং একটি বিশাল ট্রাকে তৈরি করা হয় জেলের মডেল, যার ভেতরে রাখা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের কুশপুত্তলিকা।

এই ঘটনা খালিস্তানপন্থীদের উসকানির ফল নয় শুধু—এটা বর্তমান ভারত সরকারের ধর্মীয় পক্ষপাতিত্ব, দমননীতি এবং সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণের সরাসরি প্রতিক্রিয়া। দেশে গণতন্ত্রকে চাপা দিয়ে, সাংবাদিকদের কণ্ঠ রোধ করে, সংখ্যালঘুদের আতঙ্কে রেখে যে “নতুন ভারত” তৈরি হয়েছে, তারই প্রতিবাদ প্রতিধ্বনিত হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।

মোদি-অমিত শাহরা দেশ চালাতে ব্যর্থ হয়েছেন—এটা এখন আর শুধু বিরোধী দলের অভিযোগ নয়, আন্তর্জাতিক পরিসরেও ভারতীয়দের ক্ষোভে তা স্পষ্ট। কানাডার রাজপথে এমন স্পষ্ট বার্তা—ক্ষমতার অপব্যবহার আর ধর্মের নামে রাজনীতি এক সময় বুমেরাং হয়ে ফিরে আসে।

সূত্রঃ ইন্ডিয়া টুডে

এম.কে
০৫ মে ২০২৫

আরো পড়ুন

নির্বাচনে কারচুপি: জিম্বাবুয়ে ও উগান্ডার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের পণ্যে অতিরিক্ত পাল্টা শুল্ক আরোপ চীনের, মামলা দায়ের

নেদারল্যান্ডসের ৪ বৃত্তি, বিমা-ভিসা ফি-জীবনযাত্রার ব্যয় মিলবে