TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

কিয়ার স্টারমারের জন্য অশনিসংকেতঃ লন্ডনে ঐতিহাসিক পতনে লেবার

লন্ডনে রেকর্ড সর্বনিম্নে লেবারের জনপ্রিয়তা, কিয়ার স্টারমারের নেতৃত্বে বড় রাজনৈতিক সংকট
লন্ডনের রাজনীতিতে লেবার পার্টির আধিপত্যে বড় ধরনের ধসের ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক এক বিস্ফোরক জনমত জরিপে।

 

জরিপ অনুযায়ী, রাজধানীতে লেবারের সমর্থন নেমে এসেছে মাত্র ৩১ শতাংশে, যা দলটির ইতিহাসে লন্ডনে সর্বনিম্ন। একসময় নিরঙ্কুশ প্রভাবশালী হিসেবে পরিচিত দলটি থেকে বিপুল সংখ্যক ভোটার মুখ ফিরিয়ে নেওয়ায় কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই ফলাফল গত গ্রীষ্মে রেকর্ড হওয়া আগের সর্বনিম্ন ৩২ শতাংশ সমর্থনকেও ছাড়িয়ে গেছে এবং সর্বশেষ সাধারণ নির্বাচনের তুলনায় এটি ১২ পয়েন্ট কম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন মে মাসে লন্ডনের স্থানীয় নির্বাচনে লেবার বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে, বিশেষ করে যখন রাজধানীর বহু কাউন্সিল আসন পুনর্দখলের লড়াইয়ে নামবে দলটি।

জরিপে কনজারভেটিভ পার্টির অবস্থানও দুর্বল হয়েছে। কেমি ব্যাডেনকের নেতৃত্বাধীন টোরিরা এখন মাত্র ১৭ শতাংশ সমর্থন নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

তবে লেবারের তুলনায় তাদের পতন তুলনামূলকভাবে কম—গত মে মাসের পর থেকে চার পয়েন্ট। রাজনৈতিক দৃশ্যপটে সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন এসেছে ডানপন্থী রিফর্ম ইউকের উত্থানের মাধ্যমে।

নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে লন্ডনে এখন ১৯ শতাংশ সমর্থন পাচ্ছে, যা তাদের তৃতীয় স্থানে নিয়ে এসেছে। নতুন এই শক্তি আউটার লন্ডনের বিভিন্ন বরোতে উল্লেখযোগ্য সংখ্যক কাউন্সিল আসন দখলের আশায় রয়েছে। বিশেষ করে ক্রয়ডন, ব্রোমলি, বেক্সলি, বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যাম, হ্যাভারিং ও বারনেটকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিকে, নতুন নেতা জ্যাক পোলানস্কির অধীনে গ্রিন পার্টিও শক্ত অবস্থান তৈরি করেছে। দলটির সমর্থন পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ শতাংশে, যা কনজারভেটিভদেরও ছাড়িয়ে গেছে। লিবারেল ডেমোক্র্যাটরা ১৩ শতাংশ সমর্থন নিয়ে পঞ্চম স্থানে রয়েছে, তবে বড় কোনো অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি।

কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের ব্রিটিশ রাজনীতির পোস্টডক্টরাল গবেষক ড. ইওগান কেলি মনে করেন, লন্ডনের এই পরিবর্তন ব্রিটেনজুড়ে দীর্ঘমেয়াদি রাজনৈতিক পুনর্বিন্যাসের প্রতিফলন। তার মতে, ২০১৬ সালে যেই কনজারভেটিভ পার্টি লন্ডনের মেয়রশিপ ধরে রেখেছিল, আজ সেই দলকেও ছাড়িয়ে গেছে রিফর্ম ও গ্রিনস—আর লেবারের ধারাবাহিক পতন দলটির জন্য বড় সতর্কবার্তা।

আরেকটি পৃথক জরিপে ‘মোর ইন কমন’ জানিয়েছে, সাধারণ নির্বাচনে রিফর্ম ইউকে লন্ডনে আটটি আসন জিততে পারে। অভিবাসী জনসংখ্যা বেশি হওয়ায় লন্ডনকে এতদিন দলটির জন্য সবচেয়ে কঠিন এলাকা হিসেবে ধরা হলেও এই ফলাফল সেই ধারণাকে চ্যালেঞ্জ করছে।

জরিপে অংশ নেওয়া লন্ডনবাসীরা যে বিষয়গুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন, তার শীর্ষে রয়েছে পুলিশিং ও অপরাধ—৪৭ শতাংশ ভোটার এই ইস্যুকে অগ্রাধিকার দিয়েছেন। এরপর রয়েছে সাশ্রয়ী আবাসন (৩৮ শতাংশ), স্বাস্থ্যসেবা (৩১ শতাংশ) এবং কর ব্যবস্থা (২৮ শতাংশ)।

বিশ্লেষকদের মতে, এই ইস্যুগুলোতে জনআস্থার ঘাটতিই লেবারের জনপ্রিয়তা পতনের অন্যতম কারণ হয়ে উঠছে। সব মিলিয়ে, লন্ডনের রাজনৈতিক মানচিত্রে দ্রুত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই জরিপ।

কিয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টির জন্য এটি কেবল একটি সতর্ক সংকেত নয়, বরং রাজধানীতে ক্ষমতার ভারসাম্য ধরে রাখার লড়াইয়ে এক বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

ভারী বৃষ্টিতে ওয়েলস বিপর্যস্ত, সোয়ানসির রাস্তায় পানি থইথই

নিউজ ডেস্ক

রানির শেষকৃত্য: বিশ্বনেতাদের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন এবং পাননি যারা

অনলাইন ডেস্ক

ভিক্টোরিয়া স্টারমারঃ এক নিভৃতচারী প্রধানমন্ত্রীপত্নীর গল্প