যুক্তরাজ্যে রেসিডেন্ট চিকিৎসকদের টানা ১২তম ধর্মঘট শুরু। ২৫ জুলাই শুক্রবার সকাল ৭টা থেকে ইংল্যান্ডে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের সর্বশেষ ধর্মঘট, যা চলবে ৩০ জুলাই সকাল ৭টা পর্যন্ত। এই নিয়ে ১২তম বার ধর্মঘটে গেলো তারা। প্রায় ৫০,০০০ চিকিৎসক বেতনের ন্যায্যতা ও কর্মপরিবেশের উন্নতির দাবিতে স্বাস্থ্যসেবা থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।
সরকার গত বছর ৫.৪% বেতন বৃদ্ধির ঘোষণা দিলেও, ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (BMA) বলছে ২০০৮ সালের তুলনায় চিকিৎসকদের প্রকৃত বেতন ২০% কম। আগের দুই বছর মিলিয়ে ২২% বেতন বৃদ্ধি দিলেও বাস্তব মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি ইউনিয়নের।
এনএইচএস সতর্ক করে বলেছে, অনেক অ্যাপয়েন্টমেন্ট ও অস্ত্রোপচার বাতিল বা স্থগিত হতে পারে। একজন ভুক্তভোগী ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করে বলেন, “অতিরিক্ত টাকার লোভে রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।” অপরপক্ষে কেউ কেউ চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে বলেন, “বছরের পর বছর অবমূল্যায়ন সহ্য করে আসছেন তারা—এটা ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন।”
স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং ধর্মঘটকারীদের ‘রোগী-বিরোধী’ ও ‘ব্রিটিশ ইতিহাসে নজিরবিহীন’ বলে আখ্যা দেন। জবাবে বিএমএ বলে, সরকার আলোচনার দরজা বন্ধ করে রেখেছে এবং চিকিৎসকদের বাস্তব সংকটকে অস্বীকার করছে। তারা আরও জানায়, “আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু বেতন ছাড়া আলোচনা অসম্পূর্ণ।”
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এম.কে
২৫ জুলাই ২০২৫