7.4 C
London
December 19, 2024
TV3 BANGLA
বাকি বিশ্ব

কৃষকদের ‘দিল্লি চলো’ কর্মসূচি, ১২ গ্রামে ইন্টারনেট ও এসএমএস সেবা স্থগিত

রাজধানী দিল্লির উদ্দেশে কৃষকদের প্রতিবাদী পদযাত্রা আবার শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে মোবাইল ফোনে যোগাযোগ পরিষেবা স্থগিত করেছে রাজ্য সরকার। হরিয়ানা রাজ্য সরকার আজ শনিবার অম্বালা জেলার ১২টি গ্রামে মোবাইল ইন্টারনেট ও বাল্ক এসএমএস পরিষেবা স্থগিত করার নির্দেশ দিয়েছে। ‘সর্বজনীন শান্তি বজায় রাখতে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

হরিয়ানা সরকারের অতিরিক্ত মুখ্য সচিব (হোম) সুমিতা মিশ্রা স্বাক্ষরিত একটি আদেশে জানানো হয়েছে, যে এই স্থগিতাদেশ ১৪ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বলবৎ থাকবে।

অতিরিক্ত পুলিশ মহাপরিচালক, সিআইডি এবং অম্বালার উপকমিশনারের রিপোর্ট অনুযায়ী, কৃষক সংগঠনগুলোর ডাকা ‘দিল্লি কুচ’ (দিল্লি চলো) কর্মসূচির ফলে আম্বালা জেলার বিভিন্ন অঞ্চলে উত্তেজনা, অশান্তি, সম্পদের ক্ষতি এবং জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।

এই আদেশ দাংদেহরি, লেহগড়, মানাকপুর, দাদিয়ানা, বড়ি ঘেল, ছোটি ঘেল, লারসা, কালু মাজরা, দেবী নগর (হিরা নগর, নরেশ বিহার), সাদ্দুপুর, সুলতানপুর এবং কাকরু গ্রামগুলোর জন্য জারি করা হয়েছে।

আজ দুপুর ১২টায় পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তে শম্ভু সীমান্ত থেকে ১০১ জন কৃষকের একটি ‘জাঠ’ (দল) দিল্লির দিকে পদযাত্রা আবার শুরু করেছে।

কৃষকেরা তাদের ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) আইনগতভাবে নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। পাশাপাশি, তারা কেন্দ্র সরকারকে আলোচনায় বসে সমস্যাগুলোর সমাধান করার আহ্বান জানাচ্ছেন।

হরিয়ানা সীমান্তে ইতিমধ্যেই ব্যাপকসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

এর আগে ৬ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত হরিয়ানা সরকার মোবাইল ইন্টারনেট, বাল্ক এসএমএস এবং ডংগল পরিষেবা স্থগিত করেছিল। আজ জারি করা নতুন আদেশে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং পরিষেবার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য এবং গুজব ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তবে ব্যক্তিগত এসএমএস, মোবাইল রিচার্জ, ব্যাংকিং এসএমএস, ভয়েস কল, ব্রডব্যান্ড ও লিজ লাইন ইন্টারনেট সেবা এই স্থগিতাদেশের আওতার বাইরে রাখা হয়েছে।

কৃষকেরা সংযুক্ত কিষাণ মোর্চা (অরাজনৈতিক) এবং কিষাণ মজদুর মোর্চার ব্যানারে একত্রিত হয়েছেন। তারা গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে শম্ভু এবং খানৌরি সীমান্ত এলাকায় কর্মসূচি পালন করছেন। কারণ দিল্লি অভিমুখে মিছিল বারবার ঠেকিয়ে দিচ্ছে নিরাপত্তা বাহিনী।

সূত্রঃ পিটিআই

এম.কে
১৫ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

ম্যারাডোনার দেহাবশেষ সরিয়ে নিতে সন্তানদের আবেদন

ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন অবৈধ ঘোষণা করল চীন

বাংলাদেশ থেকে ২৬ লাখের বেশি ভিডিও মুছে ফেলেছে টিকটক