TV3 BANGLA
ফিচার

কেন ধর্মেন্দ্রর মৃত্যুর খবর কাউকে জানায়নি পরিবার

আনুষ্ঠানিকভাবে এখনো বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্রর মৃত্যুর খবর কাউকে জানায়নি তার পরিবার অথচ দাহ শেষ। কিন্তু কেন এই নীরবতা? সোমবার (২৪ নভেম্বর) সকালে মুম্বাইয়ের বাড়িতে মারা গেছেন বলিউডের সোনালি দিনের অভিনেতা ধর্মেন্দ্র দেওল।

তারকাদের কেউ মারা গেলে দায়িত্বশীলতার সঙ্গে সামাজিক মাধ্যমে পোস্ট করেন পরিবারের সদস্যরা। এটা রীতিমতো বলিউডের নিয়মে পরিণত হয়েছে। অথচ ধর্মেন্দ্রর ক্ষেত্রে তেমনটি হয়নি।

ভারতীয় মিডিয়াগুলোর দাবি, ধর্মেন্দ্রর পরিবার মূলত অভিমান করেছে। কারণ এর আগে মৃত্যু না হলেও সংবাদমাধ্যমগুলো তার মৃত্যুর খবর প্রচার করেছিল। এতে ক্ষুব্ধ হয়েছে ধর্মেন্দ্রর পরিবার। ওই সূত্র জানিয়েছে, শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর হয়তো আনুষ্ঠানিকভাবে অভিনেতার চলে যাওয়ার খবর প্রকাশ করবে ধর্মেন্দ্রর পরিবার।

১৯৩৫ সালের ৮ ডিসেম্বর ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় ধর্মেন্দ্র সিং দেওলের জন্ম। শৈশব থেকেই সিনেমার প্রতি ছিল তার গভীর অনুরাগ। ১৯৬০ সালে অর্জুন হিঙ্গোরানী পরিচালিত ‘দিল বিহ তেরা হাম বিহ তেরে’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। সর্বশেষ করণ জোহর পরিচালিত ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয় করেন ধর্মেন্দ্র।

এম.কে

আরো পড়ুন

যে দেশে প্রতি ১২ জনের ১ জনই বাংলাদেশি!

ফুরিয়ে আসছে স্মার্টফোনের দিন, কবে আর কেন জানালেন জাকারবার্গ

নিউজ ডেস্ক

করোনার পরে তিন মাস পর্যন্ত থাকতে পারে ফুসফুসের ক্ষত

অনলাইন ডেস্ক