3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

কোভিড আপডেট: একদিনে প্রায় ৪০০ মৃত্যু দেখলো যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বুধবার (১২ জানুয়ারি) কোভিড-সম্পর্কিত প্রায় ৪০০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। সর্বশেষ সরকারি পরিসংখ্যানে বলা হয়, করোনভাইরাসের পজিটিভ পরীক্ষার ২৮ দিনের মধ্যে ৩৯৮ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে। এটি গত বছরের ২৪ ফেব্রুয়ারির পর দৈনিক মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। ওই দিন ৪৪২ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছিল। খবর: দ্য স্ট্যান্ডার্ড

 

সর্বশেষ সরকারি পরিসংখ্যানে বলা হয়, বুধবার ১ লাখ ২৯ হাজার ৫৮৭টি পজিটিভ কেস রেকর্ড করা হয়েছে।

পরিসংখ্যানে আরও দেখায়, ১১ জানুয়ারির মধ্যে যুক্তরাজ্যে কোভিড-১৯ ভ্যাকসিনের মোট ৫ কোটি ২০ লাখ ১১ হাজার ৮৩৫ প্রথম ডোজ বিতরণ করা হয়েছে। দ্বিতীয় ডোজ বিতরণ করা হয়েছে ৪ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ২৪৭টি এবং  ৩ কোটি ৫৯ লাখ ৫৩ হাজার ২৪৩টি বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়া হয়েছে।

 

এদিকে, একজন বিশেষজ্ঞ দাবি করেছেন, এই পরিসংখ্যান অনুযায়ী মহামারি থেকে বেরিয়ে আসা প্রথম দেশগুলোর মধ্যে থাকবে যুক্তরাজ্য।

 

১৩ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

সিলেটে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত

যুক্তরাজ্যে হাসপাতালের রেকর্ড রুমে পানিতে ভিজে কয়েক’শো রুগীর নথিপত্র নষ্ট