সুইডেনের রাজধানী স্টকহোমের রাস্তায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানো সালওয়ান মোমিকাকে বহিষ্কার করেছিল সুইডেন। ওই যুবক পার্শ্ববর্তী দেশ নরওয়েতে গিয়ে আশ্রয় প্রার্থনা করবে বলে খবরে জানা যায়।
সুইডেনে বহুবার পবিত্র কোরআন পোড়ানো ব্যক্তি সালওয়ান মোমিকাকে আজ নরওয়েতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে বলে স্যোশাল মিডিয়ার খবরে জানা যায়। স্যোশাল মিডিয়া ফেসবুকে মত প্রকাশ করতে গিয়ে একজন বলেন, সালওয়ান মোমিকা সম্ভবত একজন হতাশাগ্রস্থ অভিবাসন প্রত্যাশী ছিলেন যিনি ইউরোপে আশ্রয় পাওয়ার জন্য মুসলিম বিরোধী ভান করেছিলেন।
উল্লেখ্য গত বছর সুইডেনের স্টকহোমে কোরআন পোড়ানোর পর কর্তৃপক্ষের নজরে আসেন খ্রিষ্টান ধর্মাবলম্বী ইরাকি শরণার্থী সালওয়ান। কোরআন পোড়ানোর ঘটনা বিশ্বজুড়ে মুসলিমদের বিক্ষুব্ধ করে তোলে। যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ এ ঘটনায় নিন্দা জানায়।
সালওয়ান মোমিকা নামে ওই ইরাকি শরণার্থী গত বছর ঈদুল আজহার দিন স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পুলিশের সামনেই কোরআনের একটি কপি পুড়িয়ে ফেলে। পরে আবারও কোরআন পোড়ানোর হুমকি দেয়।
সূত্রঃ স্যোশাল মিডিয়া মেটা
এম.কে
০২ এপ্রিল ২০২৪