11.1 C
London
October 30, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ক্যান্সারের জন্য পছন্দের সব খাবারই ছাড়লেন ব্রিটিশ রাজা!

সিংহাসনে বসার ৬ মাসের মধ্যে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ব্রিটেনের রাজা চার্লস। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, চার্লস প্রস্টেট ক্যানসারে আক্রান্ত। কিন্তু ব্রিটিশরাজের দফতর পরে বিবৃতি দিয়ে জানায়, মূত্রথলিতে একটি অস্ত্রোপচার হলেও সেখানে ক্যানসার হয়নি রাজার। তিনি ঠিক কোন ধরনের ক্যানসারে আক্রান্ত, তা জানা যায়নি।

তবে সম্প্রতি বাহিকংহাম প্যালেসের তরফে জানানো হয়েছে, ৭৫ বছরের রাজার চিকিৎসা চলছে এবং তিনি অনেকটাই ভালো আছেন। সবচেয়ে বড় কথা হল, ভোজনরসিক রাজা তার খাদ্যতালিকা থেকে এমন অনেক জিনিস বাদ দিয়েছেন, যা তিনি বেশি পছন্দ করতেন।

মধ্যাহ্নভোজে রেড মিটই বেশি পছন্দ ছিল রাজার। মাটনের নানা পদ অথবা পর্ক, ল্যাম্ব বা বিফও থাকত তার পাতে।

সেই সব আপাতত বর্জন করেছেন রাজা। চিকিৎসা শুরু হওয়ার পর থেকে রেড মিট (লাল মাংস) ছুঁয়েও দেখেননি তিনি। দুপুরে থালা সাজিয়ে খেতেও বসেন না। বরং সবজি ও সালাদই থাকে তার পাতে। আর রোজ খাওয়ার পর একটি করে অ্যাভোক্যাডো নিয়ম করে খান তিনি।

রানি ক্যামিলা ও তার ছেলেও জানিয়েছেন, ক্যানসারের চিকিৎসা চলাকালীন একটি বারের জন্যও নিজের পছন্দের কোনও খাবার চেখেই দেখেননি রাজা চার্লস। মাংস খাওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছেন। রাজকীয় ভোজ ছেড়ে ডিটক্স পানীয় খান তিনি।

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট

এম.কে
৩০ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

ইংলিশ চ্যানেল পাড়ি ঠেকাতে যুক্তরাজ্য-ফ্রান্স ‘একজন আসবে, একজন যাবে’ চুক্তির পথে

যুক্তরাজ্যে ৯০ বছরের বৃদ্ধার ওপর বলপ্রয়োগে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলাভিত্তিক শুনানি

আব্রামোভিচের সম্পদ জব্দ, বিপাকে চেলসি

অনলাইন ডেস্ক