6.4 C
London
January 27, 2025
TV3 BANGLA
মুক্তমত

‘বরিস জনসনকে ক্ষমা করা হবে না’: গ্লোভার

ব্রিটিশ সাংবাদিক স্টিফেন গ্লোভার রোববার (২০ ডিসেম্বর) সংবাদ মাধ্যম ডেইলি মেইলে লিখেছেন, বরিস জনসন ক্রিসমাসে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তাকে ক্ষমা করা হবে না।

 

তার ভাষ্য, প্রধানমন্ত্রীরা বড় ধরনের ভুল করতে পারেন এবং এর জন্য তাদেরকে ক্ষমাও করা যায়। কিন্তু কখনো কখনো ভুল এত বড় হয়ে যায় যে জনগণ কখনোই ক্ষমা করতে পারে না। বরিস জনসনের ক্রিসমাস বাতিল করার সিদ্ধান্ত জনগণ কখনোই ক্ষমা করবে না বলে উল্লেখ করেন তিনি।

 

শনিবার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী বরিস জনসন যুক্তরাজ্যে করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পেতে থাকায় লন্ডনসহ দক্ষিন পূর্ব অংশে ‘টিয়ার ৪’ বা লকডাউন সমতুল্য বিধিনিষেধ ঘোষণা করেছেন। এসব অঞ্চলে রোববার (২০ ডিসেম্বর) থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। এই ঘোষণার পর ক্ষুব্ধ হয়ে এসব মন্তব্য করেন ব্রিটিশ সাংবাদিক স্টিফেন গ্লোভার।

 

তিনি আরো বলেন, বুধবার (১৬ ডিসেম্বর) ক্রিসমাসের সময় নিয়ম শিথিলের কথা বলে আবার শনিবার লকডাউন সমতুল্য বিধিনিষেধ ঘোষণা করাটা অমানবিক। তিনি বলেন, মানুষের মনে আশা দিয়ে তা ভেঙ্গেছেন প্রধানমন্ত্রী। এই আচরণকে তিনি দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছেন।

 

 

সূত্র:ডেইলি মেইল
২১ ডিসেম্বর ২০২০
এসএফ

আরো পড়ুন

যেসব কারণে প্রপার্টি ক্রয়-বিক্রয় কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে 

অনলাইন ডেস্ক

বিলেতে বাড়ি কেনাবেচা: সচারচর জিজ্ঞাসিত প্রশ্ন

বিলেতে বাড়ি কেনাবেচা: প্রপার্টি ক্রয় বনাম প্রপার্টি ভাড়া করা  

অনলাইন ডেস্ক