3 C
London
January 19, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

পার্টির কথা স্বীকার করে ক্ষমা চাইলেন বরিস জনসন

প্রথম লকডাউনের সময় ডাউনিং স্ট্রিট গার্ডেনে একটি পার্টিতে যোগ দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে স্বপক্ষে তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন “উপলক্ষগত ভাবে এটি একটি কাজের ইভেন্ট”।

 

বুধবার (১২ জানুয়ারি) প্রথমবারের মতো জনসন স্বীকার করে নেন যে তিনি ওই পার্টিতে অংশ নিয়েছিলেন। তিনি ২৫ মিনিটের জন্য পার্টিতে ছিলেন। আমি জনগণের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।

 

এটি কোভিড বিধিনিষেধের অধীনে সংঘটিত বেশ কয়েকটি অভিযোগের মধ্যে সর্বশেষ ঘটনা, যা বর্তমানে সিনিয়র বেসামরিক কর্মচারী সু গ্রে দ্বারা তদন্ত করা হচ্ছে।

 

ডাউনিং স্ট্রিটে প্রায় ১০০ জনকে পাঠানো একটি ইমেল তাদের ‘আজ সন্ধ্যায় ১০ নম্বর বাগানে সামাজিক দূরত্ব রেখে পানীয় পান করার জন্য’ আমন্ত্রণ জানিয়েছে।

 

আইটিভি নিউজে প্রকাশিত ইমেলটি জনসনের প্রধান ব্যক্তিগত সচিব মার্টিন রেনল্ডসের পক্ষ থেকে পাঠানো হয়েছিল।

 

দুজন প্রত্যক্ষদর্শী ইতিমধ্যেই বিবিসিকে বলেছিলেন যে তারা জনসন এবং তার স্ত্রী ক্যারিকে ২০ মে ২০২০ এর সেই পার্টিতে দেখেছেন।

তার ক্ষমাপ্রার্থনায়, মি: জনসন এমপিদের বলেন, তিনি সন্ধ্যা ৬টার পরে কর্মীদের গ্রুপকে ধন্যবাদ জানাতে বাগানে গিয়েছিলেন এবং ২৫ মিনিট পরে তার অফিসে ফিরে আসেন।

 

১৪ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য: বরিস জনসন

সিলেটের ৭ লন্ডন প্রবাসী ঢাকায় গ্রেফতার ঘটনায় তোলপাড়

অনলাইন ডেস্ক

ব্রিটেনে টিকা নেওয়ার পরেও করোনা নিয়ে হাসপাতালে ভর্তি ৫ শতাধিক