21.7 C
London
July 15, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

খাবার পানি সংকটে বিশ্ব

প্রায় অর্ধশতাব্দী পর নিউইয়র্কে জাতিসংঘের আয়োজনে বিশ্ব পানি সংকট নিয়ে একটি সম্মেলন শুরু হতে যাচ্ছে৷ তার আগে একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ সতর্ক করে বলেছে, পানি নিয়ে আন্তর্জাতিক সংকট ‘আসন্ন’৷
প্রতিবেদন বলেছে, গত চার দশকে প্রতিবছর বিশ্বে পানির ব্যবহার এক শতাংশ করে বেড়েছে৷ ২০৫০ সাল পর্যন্ত এই হার বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে৷
অঞ্চলভেদে পানি প্রাপ্যতার মধ্যে একটি বড় ব্যবধান আছে বলে প্রতিবেদনে জানানো হয়৷ এটি দূর করতে চায় জাতিসংঘ৷ এছাড়া ২০৩০ সালের মধ্যে সবার জন্য বিশুদ্ধ পানিও নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে জাতিসংঘ৷ এসব লক্ষ্যপূরণে বছরে ৬০০ বিলিয়ন থেকে এক ট্রিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে বলে সংবাদ সম্মেলনে জানান প্রতিবেদনের প্রধান সম্পাদক রিচার্ড কনোর৷
বর্তমানে বিশ্বে মোট পানি ব্যবহারের ৭০ শতাংশ কৃষিখাতে হচ্ছে৷ তবে শহরে জনসংখ্যা বাড়ছে বলে কৃষিজমি থেকে পানি সরবরাহ কমিয়ে শহরাঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ৷
প্রতিবেদন বলেছে, জলবায়ু পরিবর্তনের কারণে মধ্য আফ্রিকা, পূর্ব এশিয়া ও দক্ষিণ অ্যামেরিকার কিছু অঞ্চলে বছরের একটা সময় যে পানির অভাব দেখা দেয়, সেটা আরও বাড়বে৷ আর মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাহারা অঞ্চলে যে পানির সংকট রয়েছে, সেটাও আরও বাড়বে বলে মনে করছে জাতিসংঘ।

আরো পড়ুন

রাশিয়ার সঙ্গে ফুটবল ম্যাচ খেলবে না ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

১৯৫০ সালের পর প্রথমবারের মতো অবসর গ্রহণের বয়সসীমা বাড়ালো চীন

ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা বোর্ডে মুসলিম ব্যক্তিত্ব, উদ্বেগে মোদি সরকার