5 C
London
January 7, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশি চলচ্চিত্রের খ্যাতিমান ও প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র। রবিবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

রাত সাড়ে ১০টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এই দুঃসংবাদ শেয়ার করেছেন খল অভিনেতা মিশা সওদাগর। তিনি লিখেছেন, ‘প্রবীর মিত্র দাদা আর নেই। কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন। স্রষ্টা তাকে ক্ষমা করুক।’

জানা গেছে, দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে। শাররিক অবস্থার অবনতি হলে গত ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মারা গেলেন দুই সপ্তাহের মাথায়।

মৃত্যুকালে প্রবীর মিত্রের বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গণের অনেকেই এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তবে বেড়ে ওঠেন পুরান ঢাকায়। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। স্কুলজীবন থেকেই তিনি নাট্যচর্চায় যুক্ত হন। স্কুলের ছাত্রাবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন।

১৯৬৯ সালে নির্মিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হকরেন প্রবীর মিত্র। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’ ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’।

প্রায় চার শতাধিক সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন প্রবীর মিত্র। নান্দনিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত হয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৬ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

ফোর্বসের তালিকায় বাংলাদেশি নবনিতা

দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ নভেম্বর জিরো পয়েন্টে আসার ডাক আওয়ামী লীগের