12.1 C
London
October 4, 2025
TV3 BANGLA
বিনোদনশীর্ষ খবর

গণসংগীত শিল্পী ফকির আলমগীর আর নেই

করোনাভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর।

শুক্রবার (২৩ জুলাই) রাত ১০.৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ছেলে মাশুক আলমগীর রাজীব।

মৃত্যুকালে ফকির আলমগীরের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।

এর আগে তার ছেলে মাশুক আলমগীর জানান, রাত ১০টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়। এরপর থেকে তার অবস্থা খারাপের দিকে যায়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু রাত ১০টা ৫৬ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফকির আলমগীর একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী ছিলেন। ষাটের দশক থেকেই গণসংগীত করে আসছিলেন তিনি। ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থ্যানে অসামান্য ভূমিকা রাখেন।

দেশ স্বাধীনের পর পপ ঘরানার গানে যুক্ত হন ফকির আলমগীর।পাশ্চাত্য সংগীতের সঙ্গে বাংলার লোকজ সুরের সমন্বয় ঘটিয়ে তিনি বহু গান করেছেন। সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৯ সালে সরকার তাকে একুশে পদক দেয়।

 

২৩ জুলাই ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

৫৩ লাখ টাকার বালিশে আরামের ঘুম

ইউরোপেও জেঁকে বসতে শুরু করেছে ডেল্টা ভ্যারিয়েন্ট: ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক

হাসপাতালের বেড বাসায় নেওয়ার সময় জনতার হাতে আটক চিকিৎসক