3.8 C
London
January 21, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল গঠন

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করতে একটি ‘বিশেষ সেল’ গঠন করেছে সরকার। এই সেল আহতদের চিকিৎসা এবং তাদের পরিবারকে সহায়তা দিতেও কাজ করবে। গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে সেলটি গঠন করে অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

অফিস আদেশ বলা হয়, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় ‘গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হলো।

১০ সদস্যের এই সেলের দলনেতা অতিরিক্ত সচিব/যুগ্ম সচিব পর্যায়ের একজন কর্মকর্তা। সেলে উপসচিব/জ্যেষ্ঠ সহকারী সচিব পর্যায়ের চারজন কর্মকর্তা, চিকিৎসক ও বিশেষজ্ঞ প্রতিনিধি দুজন, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ সালেহীন অয়ন ও সিনথিয়া জাহিন আয়েশা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পিআইডির একজন প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন।

অফিস আদেশে আরো বলা হয়, বিশেষ সেল শহীদদের তালিকা পূর্ণাঙ্গ করার ক্ষেত্রে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে এবং এ ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংগৃহীত তালিকার ধারাবাহিকতায় অন্যান্য সূত্রে প্রাপ্ত তালিকা বিবেচনায় নিয়ে যাচাই-বাছাই করে তালিকাভুক্তির ব্যবস্থা নেবে। তালিকা চূড়ান্ত করতে সম্ভাব্য সব উৎস থেকে নতুন তথ্যাদি সংগ্রহ করার উদ্যোগী ভূমিকা পালন করবে।

প্রয়োজনে তথ্য সংগ্রহের জন্য দেশের বিভিন্ন জায়গায় যাবে এবং স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তা নেবে। গণ-অভ্যুত্থানে আহতদের হাসপাতালে সুচিকিৎসা পেতে সহায়তা করার পাশাপাশি হতাহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া ছাড়াও গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে চিকিৎসার বিষয়ে সহায়তা করবে।

সেল গণ-অভ্যুত্থানের ছবি, ভিডিও, বক্তব্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত নিবন্ধ, রিপোর্ট সংগ্রহসহ অনুষঙ্গিক কাজগুলো করবে।

এম.কে
২১ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

ওবায়দুল কাদেরকে ঠাকুরগাঁওয়ের আমন্ত্রণ জানালেন মির্জা ফখরুল

সরকার আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চায়

সুন্দরী নারী সেজে প্রতারণার ফাঁদ!

অনলাইন ডেস্ক