2.7 C
London
January 19, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

গরিবদের কাছ থেকেই বেশি কর আদায় হচ্ছে, এটা বৈষম্যমূলকঃ নতুন এনবিআর চেয়ারম্যান

দেশের কর ব্যবস্থার সংস্কারের ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেছেন, গরিবদের কাছ থেকেই বেশি কর আদায় করা হয়। এটি বৈষম্য তৈরি করে। সেই এনবিআরের সেবা আরও জনবান্ধব করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আজ রোববার এনবিআর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুর রহমান। প্রথমে তিনি কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

দায়িত্ব নিয়েই দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, ‘গত ১৫ বছরের অপরাধীদের নিয়ে আমরা কাজ করব। হয়তো একটু সময় লাগবে। প্রস্তুতি নিচ্ছি। সবকিছু স্থির হলে কাজ শুরু করব।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অর্থ পাচার নিয়ে বিএফআইইউ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) কাজ করছে, এনবিআরের সিআইসিও (সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল) কাজ করবে। যখনই কোনো ইঙ্গিত পাব, তা অনুসন্ধান করা হবে।’

এ সময় তিনি মতিউরের মতো দুর্নীতিবাজ যেন তৈরি না হয়, সে জন্য এনবিআর কর্মকর্তাদের দুর্নীতি শক্ত হাতে দমনের হুঁশিয়ারিও দেন। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘তাদের (কর্মকর্তাদের) মেসেজ দেওয়া হয়েছে। নিজেদের পরিবর্তন করতে না পারলে বের করে দেওয়া হবে। বড়–ছোট না, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

কালোটাকা সাদা করার সুযোগ থাকা নিয়ে আপত্তি জানিয়ে বলেন, ‘এনবিআর চেয়ারম্যান হিসেবে নয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি, এগুলো অগ্রহণযোগ্য। এর ফলে সৎ করদাতারা নিরুৎসাহিত হন।’

রাজস্ব আদায় বাড়াতে গিয়ে ব্যবসার যেন ক্ষতি না হয়, সেদিকে সতর্ক থাকতে কর্মকর্তাদের নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘গরিবদের কাছ থেকেই বেশি কর আদায় হচ্ছে। এটা বৈষম্য তৈরি করে। গরিবকে ট্যাক্স করা যাবে না। এটা ঠিক করতে হবে।’ এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘কর আদায় করতে গিয়ে ব্যবসা যেন বন্ধ না হয়। এফডিআই (প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ) বাড়াতে হবে।’

প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের সমালোচনা করে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমাদের সার্ভিস খুব খারাপ। এনবিআরের লোকই এনবিআরে সেবা পায় না। জনগণ আমাদের প্রভু। তাদের যথাযথ সম্মান দিতে হবে।’

এম.কে
১৯ আগস্ট ২০২৪

আরো পড়ুন

ভারতের কাছে দুই বিষয়ে ব্যাখ্যা চাইলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

শেখ হা‌সিনার ছেলে জয় ও মেয়ে পুতুলের ব্যাংক হিসাব জব্দ

‘নতুন বাংলাদেশে’ আমার মা-বাবার হত্যার বিচার চাইঃ মেঘ