16.3 C
London
May 18, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

গাজায় গণহত্যার প্রতিবাদে গ্রেফতার বেন অ্যান্ড জেরির সহপ্রতিষ্ঠাতা বেন কোহেন

গাজায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের সিনেট ভবন হতে গ্রেফতার করা হয়েছে বিখ্যাত আইসক্রিম কোম্পানি Ben & Jerry’s-এর সহপ্রতিষ্ঠাতা ও সমাজকর্মী বেন কোহেনকে। ৭৪ বছর বয়সী এই প্রগতিশীল রাজনীতি কর্মী গত বুধবার বাজেট শুনানির সময় উচ্চকক্ষে গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ করেন। তাছাড়া মার্কিন প্রশাসনের ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়া এহেন আচরণকে ‘নেক্কারজনক’ বলে আখ্যায়িত করেন।

কোহেন যুক্তরাষ্ট্র সরকারের ইসরায়েলকে সমর্থন ও অস্ত্র সরবরাহের তীব্র বিরোধিতা করেন। তার দাবি, “আমেরিকা এক গণহত্যার সহযোগী হয়ে উঠেছে,” এবং গাজায় নারকীয় হামলা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

প্রতিবাদ চলাকালেই কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে আটক করে ক্যাপিটল পুলিশ। যদিও কিছুক্ষণ পরেই তাকে ছেড়ে দেওয়া হয়, তবে এই ঘটনায় মার্কিন প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ এবং মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে।

বেন কোহেন বলেন, “একটি মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে কথা বলাটাই কি অপরাধ? আমি গাজায় নিরীহ মানুষের হত্যার প্রতিবাদ করেছি। এজন্য যদি আমাকে গ্রেফতার করা হয়, তবে এর মানে হলো – আমেরিকার গণতন্ত্র গভীর সংকটে আছে।”

বেন কোহেন দীর্ঘদিন ধরে সামাজিক ন্যায়বিচার, শান্তি ও মানবাধিকার রক্ষার পক্ষে সোচ্চার। তিনি এর আগেও জলবায়ু পরিবর্তন, পুলিশি বর্বরতা, ও যুদ্ধবিরোধী নানা আন্দোলনে অংশ নিয়েছেন।

এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বিতর্ক ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো এবং প্রগতিশীল রাজনৈতিক নেতারা বেন কোহেনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং প্রশাসনের এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৮ মে ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশি রোগী ,বয়কট না করার সিদ্ধান্ত, ভারতীয় চিকিৎসকদের সংগঠনের

নিউজ ডেস্ক

বিমানবন্দর থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

সিঙ্গাপুরে বিপুল অর্থ সম্পদসহ ১০ বিদেশি গ্রেফতার