TV3 BANGLA
আন্তর্জাতিক

গাজায় গণহত্যা নিয়ে ভারত সরকারের নীরবতা লজ্জাজনকঃ প্রিয়াঙ্কা গান্ধী

গাজায় ইসরাইলের গণহত্যায় ভারত সরকারের নীরবতাকে লজ্জাজনক হিসেবে আখ্যায়িত করেছেন কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। পাশাপাশি আল-জাজিরার পাঁচ সাংবাদিক হত্যারও সমালোচনা করেছেন তিনি।

আল-জাজিরার সাংবাদিক হত্যার ঘটনা ঠান্ডা মাথার খুন উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতা ও অর্থের কাছে বিশ্বের বেশির ভাগ গণমাধ্যম যখন ক্রীতদাস হয়ে রয়েছে, তখন এই সাহসী সাংবাদিকেরা আমাদের দেখালেন সৎ সাংবাদিকতা কেমন হওয়া উচিত।

আজ সকাল সাড়ে ৯টায় আল-জাজিরার সাংবাদিকদের হত্যা নিয়ে ‘এক্স’-এ বার্তা দেন প্রিয়াঙ্কা। ওই বার্তার ঠিক এক ঘণ্টা পর গাজা গণহত্যার নীরবতায় সমালোচনা করেন ভারত সরকারের।

গাজায় ইসরাইলের গণহত্যা নিয়ে প্রিয়াঙ্কা এর আগেও সরব হয়েছিলেন। গেলো বছরের ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনে ‘ফিলিস্তিন’ লেখা ব্যাগ কাঁধে ঝুলিয়ে সংসদ ভবনে প্রবেশ করেছিলেন তিনি।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৩ আগস্ট ২০২৫

আরো পড়ুন

ইরানে মোসাদ গুপ্তচরের ফাঁসি কার্যকর

সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত ফাইজার সিইও

ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান জানি, তবে এখন হত্যা করব নাঃ ট্রাম্প