গত ৭ অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধ পরিস্থিতি দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর নিশ্চিত করেছে ইসরায়েল-হামাস যুদ্ধে গাজায় আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে সরকার।
এরমধ্যে যুক্তরাজ্যের নাগরিকদের প্রথম গ্রুপ গাজা ছেড়ে মিশরে প্রবেশের জন্য রাফাহ সীমান্ত ক্রসিং ব্যবহার করছেন। এই রাফাহ সীমান্ত ক্রসিং ব্যবহার করেই তারা গাজা হতে বের হয়ে আসবেন বলে স্কাই নিউজের খবরে জানা যায়।
পররাষ্ট্র দফতর জানায়, যুক্তরাজ্য হতে সহায়তাকারী দল রাফাহ ক্রসিং সীমান্তে অবস্থান করছে যুক্তরাজ্যের নাগরিকদের সাহায্য করার জন্য। এছাড়া যে ব্রিটিশ নাগরিকেরা গাজাতে আটকে আছেন তাদেরকে দ্রুত নিবন্ধন করার জন্য অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র দফতর।
এম.কে
০২ নভেম্বর ২০২৩