রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রাক্তন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার যত্নে মনোযোগী রয়েছেন তারেক রহমান। বিশ্বের নামকরা চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে তিনি মায়ের সঠিক ও উন্নত চিকিৎসা নিশ্চিত করছেন।
তারের রহমান বাংলাদেশি চিকিৎসক টিমের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের অভিজ্ঞ ডাক্তারদের অনলাইনে যুক্ত করেছেন এবং নিয়মিত পরামর্শ গ্রহণ করে চিকিৎসার ব্যবস্থাপনা করছেন। এসময় তিনি দেশ-বিদেশে ছড়ানো গুজব ও অপপ্রচারকে অগ্রাহ্য করে দায়িত্বশীল সন্তান হিসেবে মায়ের পাশে থাকায় মনোযোগী ছিলেন।
রাজনৈতিক গুজব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেশের ফেরার বিষয়ে নানা ধরনের প্রশ্ন থাকলেও তারেক রহমান ব্যক্তিগতভাবে মায়ের চিকিৎসাকেই অগ্রাধিকার দিয়েছেন। তিনি লন্ডনে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা সম্পন্ন করা পর্যন্ত দেশে ফেরার পরিকল্পনা স্থগিত রেখেছেন।
বিএনপির ঘনিষ্ঠরা জানিয়েছেন, যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকরা ঢাকায় বা লন্ডনে আসার ব্যবস্থা এবং কাতারের আমিরের সঙ্গে যোগাযোগ করে এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজনসহ চিকিৎসার সার্বক্ষণিক বিষয়গুলো তারেক রহমান পর্যবেক্ষণ করছেন।
গতকাল শনিবার তারেক রহমান ঘনিষ্ঠদের জানিয়েছেন যে, দেশে ফেরা চূড়ান্ত এবং তিনি নির্ধারিত সময়েই দেশে ফিরবেন। তবে বেগম খালেদা জিয়ার লন্ডনে যাত্রা যদি বিলম্বিত হয়, তাতেও তিনি নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সব প্রস্তুতি নেওয়া হচ্ছে, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। গুজবের কোনো ভিত্তি নেই।” সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান যথাসময়েই দেশে ফিরে দলের নেতৃত্ব দেবেন। কোনো বাধা নেই।”
সূত্রঃ ইনকিলাব
এম.কে

