14.8 C
London
July 15, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে তামিম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। কিন্তু শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালে হুট করেই। বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক। অবস্থা গুরুতর হওয়ায় তাকে হৃদরোগ বিভাগের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোমবার বিকেএসপিতে ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম। এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিকেএসপির পাশে শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

ঢাকা লিগের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘তামিমের অবস্থা গুরুতর হওয়াতে তাকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থা বিবেচনায় পরে সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। বর্তমানে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন তিনি।’

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। বিসিবির বোর্ড সভাও হওয়ার কথা ছিল আজ। কিন্তু শীর্ষ কর্মকর্তারা সেখানে থাকায় ১২টার সভা বাতিল করা হয়েছে।

এম.কে
২৪ মার্চ ২০২৫

আরো পড়ুন

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্ধারণ হচ্ছে, বাতিল করা যাবে না

লন্ডন সফরে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা কতটুকু?

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রুপা-আপসানার প্রস্তাব