16.6 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

‘গোপন করের’ ফাঁদে নিম্ন আয়ের মানুষ, ব্রিটিশ সরকারের অবস্থান অপরিবর্তিত

যুক্তরাজ্যের আয়কর-মুক্ত সীমা £১২,৫৭০ থেকে £২০,০০০ করার দাবিতে ব্যাপক জনসমর্থন সত্ত্বেও সরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। অর্থমন্ত্রী রেচেল রিভসের প্রতি করা এই আবেদনপত্রে স্বাক্ষর করেছেন ১,৬১,২১৮ জন নাগরিক। তারা যুক্তি দিয়েছেন, বর্তমান সীমা অত্যন্ত কম, যা স্বল্প আয়ের মানুষদের জীবিকা আরও কঠিন করে তুলছে।

তবে ট্রেজারি থেকে প্রকাশিত সরকারি জবাবে বলা হয়েছে, ব্যক্তিগত করছাড় সীমা £২০,০০০ করা হলে প্রতিবছর “বহু বিলিয়ন পাউন্ড” রাজস্ব ক্ষতি হবে, যা হাসপাতাল, স্কুল এবং অন্যান্য অপরিহার্য সরকারি সেবার তহবিলে বড় ঘাটতি সৃষ্টি করবে। সরকারের দাবি, এ ধরনের সিদ্ধান্ত অর্থনীতির স্থিতিশীলতা ও রাজস্ব ভারসাম্য নষ্ট করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “এটি অর্থমন্ত্রী যে আর্থিক শৃঙ্খলা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার কাজ করছেন, তাকে ক্ষতিগ্রস্ত করবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা, কর ও মুদ্রাস্ফীতি কম রাখা এবং বন্ধকী সুদের হার নিয়ন্ত্রণে রাখার জন্য এই শৃঙ্খলা অপরিহার্য।” সরকার জানায়, সব ধরনের করনীতি নিয়মিতভাবে পর্যালোচনা করা হয় এবং পরিবর্তন থাকলে তা বাজেট ঘোষণার সময় জানানো হবে।

বর্তমানে যুক্তরাজ্যে ২০ শতাংশ আয়কর হার শুরু হয় £১২,৫৭০ আয় থেকে, আর ৪০ শতাংশ উচ্চ করহার প্রযোজ্য £৫০,২৭০ আয়ের পর। এই সীমা ২০২১ সাল থেকে অপরিবর্তিত রয়েছে। অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, এই সীমা অপরিবর্তিত রাখার ফলে ২০২৮ সালের মধ্যে সরকার অতিরিক্ত ১.২ বিলিয়ন পাউন্ড কর রাজস্ব পাবে।

অর্থনৈতিক ভাষায় এই পরিস্থিতিকে বলা হয় “ফিসকাল ড্র্যাগ” — যার ফলে ধীরে ধীরে আরও বেশি মানুষ করের আওতায় আসে বা উচ্চতর করশ্রেণিতে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এই প্রক্রিয়া মূলত নিম্ন আয়ের মানুষদের ওপর চাপ বাড়াচ্ছে, কারণ মজুরি সামান্য বাড়লেও তারা অতিরিক্ত কর দিতে বাধ্য হচ্ছে।

লন্ডন স্কুল অব ইকোনমিকসের অর্থনীতিবিদ ভিক্টর বালমার-থমাস এই করনীতি সম্পর্কে সতর্ক করে বলেন, “এই ধরনের ‘গোপন কর’ শেষ পর্যন্ত সরকারের জন্যই বিপদ ডেকে আনতে পারে, কারণ এর প্রভাব সবচেয়ে বেশি নিম্ন আয়ের মানুষের ওপর পড়ছে, উচ্চ আয়ের মানুষের ওপর নয়।”

সূত্রঃ এমএসএন ডট কম

এম.কে
০৫ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

আদাল‌তে কাঁদলেন এম‌পি আপসানা

অনলাইন ডেস্ক

ব্রিটেনে ঝড় গেরিটের আঘাতে ৩ জনের মৃত্যু

যুক্তরাজ্যে ‘মোহাম্মদ’ এখন শিশুদের দ্বিতীয় জনপ্রিয় নাম