TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

গোপন প্রযুক্তি ও নজরদারি ভ্যানঃ টিভি লাইসেন্স ফাঁকিতে কড়া অবস্থানে যুক্তরাজ্য

যুক্তরাজ্যজুড়ে টিভি লাইসেন্স ছাড়া লাইভ টেলিভিশন দেখা বা বিবিসির আইপ্লেয়ার ব্যবহারের অভিযোগে দশ হাজারের বেশি মানুষকে শনাক্ত করার দাবি করেছে টিভি লাইসেন্সিং কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, লাইসেন্স ফাঁকি শনাক্তে তারা উন্নত প্রযুক্তির সহায়তা নিচ্ছে, যার মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় কয়েক মিনিটের মধ্যেই টিভি সিগন্যাল গ্রহণের তথ্য শনাক্ত করা সম্ভব।
টিভি লাইসেন্সিংয়ের দাবি অনুযায়ী, তারা বিশেষভাবে সজ্জিত ভ্যান ব্যবহার করে বিভিন্ন এলাকায় নজরদারি চালায়। এসব ভ্যানে থাকা প্রযুক্তির মাধ্যমে কোন ঠিকানায় লাইভ টিভি সম্প্রচার গ্রহণ করা হচ্ছে, তা শনাক্ত করা যায়। সংস্থাটি আরও দাবি করেছে, তাদের কাছে একাধিক গোপন শনাক্তকরণ প্রযুক্তি রয়েছে, যেগুলোর কার্যপ্রণালি সম্পর্কে এক প্রযুক্তিতে কাজ করা প্রকৌশলীরাও অন্য প্রযুক্তির বিষয়ে অবগত নন। এই গোপনীয়তাকেই তারা লাইসেন্স ফাঁকি শনাক্তের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেছে।

বর্তমানে টিভি লাইসেন্সিংয়ের ডেটাবেইসে যুক্তরাজ্যের প্রায় ৩ কোটি ১০ লাখ ঠিকানার তথ্য সংরক্ষিত রয়েছে, যার মধ্যে লাইসেন্সধারী ও লাইসেন্সবিহীন উভয় ধরনের ঠিকানা অন্তর্ভুক্ত। মাঠপর্যায়ে কাজ করা পরিদর্শন কর্মকর্তারা এই ডেটাবেইসে সরাসরি প্রবেশাধিকার পান এবং সেই তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জুনে শেষ হওয়া এক বছরে টিভি লাইসেন্স ফাঁকির অভিযোগে ২৮ হাজার ৫৪২ জনকে আদালতে অভিযুক্ত করা হয়েছে। লাইসেন্স ছাড়া লাইভ টিভি দেখা, রেকর্ড করা বা বিবিসি আইপ্লেয়ার থেকে অনুষ্ঠান ডাউনলোডের প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ ১ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা এবং আদালতে হাজিরার মুখোমুখি হতে হতে পারে।

লাইভ টেলিভিশন অনুষ্ঠান দেখা বা রেকর্ড করার ক্ষেত্রে—তা যেকোনো ডিভাইসেই হোক না কেন—যেমন টেলিভিশন, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট বা মোবাইল ফোন—টিভি লাইসেন্স থাকা বাধ্যতামূলক। একইভাবে, লাইভ অথবা ক্যাচ-আপ যেকোনোভাবে বিবিসি আইপ্লেয়ার দেখার ক্ষেত্রেও লাইসেন্স প্রয়োজন।

তবে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস, আইটিভিএক্স কিংবা ইউটিউবের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মে লাইভ অনুষ্ঠান না দেখলে টিভি লাইসেন্সের প্রয়োজন হয় না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টিভি লাইসেন্সিং আরও জানিয়েছে, যেসব ঠিকানায় লাইসেন্স নেই বা লাইসেন্স প্রয়োজন নেই—এমন ঘোষণা জমা দেওয়া হয়নি, সেখানে তারা নিয়মিতভাবে চিঠি পাঠিয়ে থাকে। কেউ যদি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন যে তার টিভি লাইসেন্সের প্রয়োজন নেই, তাহলে ওই ঠিকানায় চিঠি পাঠানো বন্ধ করা হয়।

তবে এই ঘোষণা যাচাই করতে সংস্থার কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শনে যেতে পারেন। টিভি লাইসেন্সিংয়ের দাবি অনুযায়ী, এ ধরনের পরিদর্শনে দেখা গেছে—লাইসেন্স প্রয়োজন নেই বলে জানানো প্রতি ১৪ জনের মধ্যে ১ জনের ক্ষেত্রে বাস্তবে লাইসেন্স প্রয়োজন হয়।

বর্তমানে যুক্তরাজ্যে একটি রঙিন টিভি লাইসেন্সের বার্ষিক ফি ১৭৪ পাউন্ড ৫০ পেন্স। চলতি বছরের এপ্রিলে এই ফি বাড়তে পারে বলে আলোচনা থাকলেও, এখনো সরকারের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

সূত্রঃ দ্য মিরর

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ভাড়াটিয়াকে বিভ্রান্ত করার দায়ে বাড়িওয়ালাকে £১১,০০০ জরিমানা

যুক্তরাজ্যে অর্ধেকের বেশি ক্রেতা কমিয়েছে অপ্রয়োজনীয় ব্যয়

রমজান মাস উপলক্ষে লন্ডন মেয়রের বিশেষ পরিকল্পনা

অনলাইন ডেস্ক