14.5 C
London
May 8, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

চট্টগ্রামের আওয়ামী লীগ নেতার ভিডিও বার্তায় চাঞ্চল্যঃ নেতাকর্মীদের পালানোর আহ্বান

চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতার বিতর্কিত ফেসবুক ভিডিও বার্তা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পিপি এবং দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট মো. কামাল উদ্দিন শনিবার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উদ্দেশে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তৃণমূল নেতাকর্মীদের ‘নিজ নিজ অবস্থান থেকে পালিয়ে যাওয়ার’ আহ্বান জানান।

সাতকানিয়ার গারাংগিয়া গ্রামের বাসিন্দা ফজল করিমের পুত্র কামাল উদ্দিন ভিডিও বার্তায় বলেন, “বড় বড় নেতারা আওয়ামী লীগের শাসনামলে জামায়াত-শিবিরের তোষণ করেছে। এখন তারা পালিয়েছে।” এরপরই তিনি কুরুচিপূর্ণ ভাষায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে গালমন্দ করেন।

কামাল আরও বলেন, “যেখানে তোদের বাবা-মা পালিয়েছে, শেখ হাসিনা পালিয়েছেন, শেখ পরিবার পালিয়েছে, ৩০০ এমপি পালিয়েছে, সেখানে তোমরা কেন রয়ে গেছো? সবাই পালিয়ে যাও। আমার ভুলত্রুটি মাফ করে দিও। আমি নিজেও পালিয়ে যাবো।”

দক্ষিণ জেলা আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতার ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। মাত্র দুই ঘণ্টায় ভিডিওটি ১৬ হাজারেরও বেশি বার দেখা হয়েছে, ৩২৯ জন শেয়ার করেছেন এবং মন্তব্য করেছেন ১৪১ জন।

তার এই সাম্প্রতিক ভিডিও বার্তা কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে দলীয় নেতাকর্মীদের মাঝে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৮ মে ২০২৫

আরো পড়ুন

শিল্পীদের ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটে যা পাওয়া গেল

শেখ হাসিনার ফোনালাপ ফাঁস, ডিসেম্বরের আগেই আসার পরিকল্পনা

চীনের চোখ বাংলাদেশে, কাজ পাবে লাখো বেকার