TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

চরম দুর্ভোগে লন্ডনবাসী, সীমিত পরিষেবার ঘোষণা TfL-এর

লন্ডন আন্ডারগ্রাউন্ডে পাঁচ দিনের ওয়াকআউট শুরু হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বেতন বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নয়নের দাবিতে রেল, মেরিটাইম এবং ট্রান্সপোর্ট (RMT) ইউনিয়নের সদস্যরা এই ধর্মঘটে নেমেছেন।

ধর্মঘট চলাকালীন রবিবার বিকেল ৫টা পর্যন্ত সীমিত সেবা চালু থাকলেও সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে অধিকাংশ রুটে একেবারেই কোনও পরিষেবা থাকবে না। এলিজাবেথ লাইন এবং ওভারগ্রাউন্ড চালু থাকলেও টিউবের সঙ্গে ভাগ করা স্টেশনগুলোতে ট্রেন থামবে না বলে জানানো হয়েছে।

RMT ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বেতন বৃদ্ধি ছাড়াও “ক্লান্তি ব্যবস্থাপনা”র উন্নতি এবং সাপ্তাহিক কর্মঘণ্টা ৩২-এ নামিয়ে আনার দাবি জানাচ্ছেন। অন্যদিকে, ট্রান্সপোর্ট ফর লন্ডন (TfL) ইতিমধ্যেই ৩.৪% বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

তবে TfL বলেছে, বর্তমানে চুক্তিভিত্তিক ৩৫ ঘণ্টার সপ্তাহকে ৩২ ঘণ্টায় নামিয়ে আনা “বাস্তবসম্মত বা সাশ্রয়ী নয়”। তারা জানিয়েছে, আলোচনার দ্বার খোলা থাকলেও যাত্রীদের নিরাপত্তা ও শহরের যোগাযোগ ব্যবস্থা সচল রাখাই তাদের অগ্রাধিকার।

রবিবার চলমান সীমিত পরিষেবা স্বাভাবিক সময়ের আগেই শেষ হবে বলে আগেই সতর্ক করেছে TfL। এ পরিস্থিতিতে অফিসযাত্রী ও সাধারণ মানুষ বিকল্প পরিবহনের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৬ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের হোয়াইটচ্যাপেল মার্কেট গ্রেট ব্রিটিশ মার্কেটস অ্যাওয়ার্ডসে সম্মানিত

ইউনিভার্সাল ক্রেডিট দাবিদাররা অপারেশন ‘রেড মিটের’ নতুন শিকার

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের মধ্যে ডিপথেরিয়া সংক্রমণ বাড়ছে