17.7 C
London
August 28, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

চলমান লকডাউন বাড়ানোর সুপারিশ

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশের চলমান লকডাউন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর।

 

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বিষয়টি জানান।

 

ডা. এ বি এম খুরশীদ আলম  বলেন, আমরা আরও ১০ দিন আগেই কেবিনেট মিটিংয়ে বিধি-নিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কীভাবে এই সংক্রমণ সামাল দেবো? রোগীদের কোথায় জায়গা দেবো?

 

‘সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধি-নিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। ’

 

ঈদের সময়ে সামান্য বিরতির পর গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে চলছে লকডাউন, যা চলবে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত।

 

৩০ জুলাই ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

Law with N. Rahman | 21 March

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর সরকার, সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’

যুক্তরাজ্যে এযাবৎকালের উষ্ণতম দিনের পূর্বাভাস