1.5 C
London
November 21, 2024
TV3 BANGLA
ফিচারবাকি বিশ্ব

চাঁদে প্রথমবারের মতো চীনের পতাকা

চাঁদে প্রথমবারের মতো নিজেদের পতাকা স্থাপন করলো চীন। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চীন চাঁদের মাটিতে নিজেদের পতাকা স্থাপন করেছে।

 

চীনের পাঠানো রোবোটিক যান চ্যাং’ই-৫ গত মঙ্গলবার (১ ডিসেম্বর) চাঁদে অবতরণ করে। এরপর সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে। তারপর সেটি আবার পৃথিবীর দিকে যাত্রা শুরু করে। এই মিশনের অংশ হিসেবে চাঁদের বুকে নিজেদের পতাকা স্থাপন করে চীন।

 

৫০ বছর আগে প্রথম দেশ হিসেবে ১৯৬৯ সালের জুলাই মাসে চাঁদের গায়ে এভাবে পতাকা উড়িয়েছিল যুক্তরাষ্ট্র। চীনের মহাকাশ বিষয়ক কর্তৃপক্ষকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। চ্যাং’ই-৫ রোবোটিক যানে রয়েছে একটি অরবিটার, একটি ল্যান্ডার, একটি অ্যাসেন্ডার, একটি রিটার্নার।

 

নিউজ ডেস্ক
৫ ডিসেম্বর ২০২০

আরো পড়ুন

স্পেনে চালু হচ্ছে ‘পর্ন পাসপোর্ট’

একদিকে জনসংখ্যা কমছে অন্যদিকে ৭ হাজার নতুন দ্বীপ পেল জাপান

নিউজ ডেস্ক

‘বাংলাদেশ থেকে শিক্ষা’ নিতে বলায় ক্ষেপেছেন নেপালের প্রধানমন্ত্রী