6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

চার্লসের রাজ্যাভিষেক নিয়ে যতো আয়োজন

রাজা তৃতীয় চার্লসের অভিষেক উপলক্ষে আয়োজিত ভোজ অনুষ্ঠানের জন্য ব্রিটিশ খাবারবিষয়ক লেখক ও রন্ধনশিল্পী রোজমেরি হিউম চিকেন সসেজ তৈরি করেছেন। আর সে সূত্রকে কাজে লাগিয়ে বাণিজ্যিকভাবে বিশেষ চিকেন সসেজ তৈরি করেছে ইয়র্কশায়ারভিত্তিক কোম্পানি হেক।

সীমিত সংখ্যায় তৈরি এ সসেজগুলোর নাম দেওয়া হয়েছে করোনেশন সসেজ। ২৬ এপ্রিল থেকে টেসকোর বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে এই সসেজ। আগামী ১৬ মে পর্যন্ত এর বিক্রির কাজ চলবে।

যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ওয়াইন উৎপাদনকারী প্রতিষ্ঠান চ্যাপেল ডাউন ওয়াইনারি চার্লসের অভিষেক উপলক্ষে নতুন একটি ওয়াইন তৈরি করেছে। ২০১৬ সালে সংগ্রহ করা আঙুরের রস থেকে ‘চ্যাপেল ডাউন করোনেশন এডিশন’ নামের বিশেষ এ ওয়াইন তৈরি।

 

বিশেষ এ ওয়াইনের মোড়কও বিশেষভাবে তৈরি করা হয়েছে। এর সামনের অংশে যুক্তরাজ্যের পতাকার ছবি ও আনুষ্ঠানিক অভিষেকের লোগো আঁকা আছে।
ওয়াইনারি মাত্র দুই হাজার বোতল বিশেষ এ ওয়াইন তৈরি করেছে। প্রতি বোতলের দাম ধরা হয়েছে ৬৫ পাউন্ড করে।

এর থেকে পাওয়া মুনাফার অর্থ দাতব্য কাজে খরচ করা হবে। প্রতিষ্ঠানটির দাতব্য কাজের সহযোগী সংস্থা রয়েল ব্রিটিশ লিজিয়নকে এ অর্থ অনুদান হিসেবে দেওয়া হবে।

যেসব গাড়িমালিক তাদের গাড়িতে রাজার অভিষেক অনুষ্ঠানের চিহ্ন ধরে রাখতে চাইছেন, তাদের কথাও মাথায় রেখেছে প্রতিষ্ঠানগুলো। দাতব্য সংস্থা দ্য রয়েল ব্রিটিশ লিজিয়ন ইন্ডাস্ট্রিজ (আরবিএলআই) বিশেষ বাম্পার স্টিকার বিক্রি করছে।

চৌম্বকীয় এ স্টিকারগুলোর মূল্য ধরা হয়েছে প্রায় পাঁচ পাউন্ড করে। যুক্তরাজ্যের ব্রাভেস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এ স্টিকারগুলো তৈরি করেছে।

ঘোড়ার গাড়িতে চড়ে অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন রাজা তৃতীয় চার্লস। অন্যরাও যেন রাজার মতো করেই ঘোড়ার গাড়িতে চড়ে অনুষ্ঠানে যেতে পারেন, তা নিশ্চিত করতে উবার আনছে বিশেষ রাইড।

দক্ষিণ লন্ডনের ডালউইচ পার্কে আগামী ৩ থেকে ৫ মে পর্যন্ত ঘোড়ার গাড়ির সুবিধা দেবে প্রতিষ্ঠানটি। পোশাকে সজ্জিত চারটি সাদা ঘোড়া একেকটি গাড়িকে টেনে নিয়ে যাবে।

উবার অ্যাপ ব্যবহার করে এসব গাড়ি বুকিং দেওয়া যাবে।

রাজা তৃতীয় চার্লসের অভিষেক উপলক্ষে বেশ কিছু স্মারক মুদ্রা বা কয়েন তৈরি করেছে দ্য রয়েল মিন্ট। এর মধ্যে আছে একটি বিশেষ ৫০ পেন্স মুদ্রা। সেখানে মুকুট পরিহিত রাজার ছবি খোদাই করা আছে। এটি কোনো মুদ্রায় রাজা তৃতীয় চার্লসের প্রথম খোদাইকৃত মুকুট পরা ছবি।

মুদ্রার অপর অংশে আছে রাজা পদমর্যাদার চিহ্ন ও ওয়েস্টমিনস্টার অ্যাবের ছবি। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এ অভিষেক অনুষ্ঠান হবে।

 

পাঁচ পাউন্ডের বিশেষ একটি মুদ্রাও তৈরি করা হয়েছে। এর এক পাশে আছে চার্লসের ছবি। আর অপর পাশে আছে সেন্ট এডওয়ার্ডের মুকুট।
এ ছাড়া এই মুদ্রায় অভিষেক অনুষ্ঠানের সময়সূচিও উল্লেখ করা থাকবে।

 

ব্রিটিশ বহুজাতিক বিক্রেতা প্রতিষ্ঠা

ন মার্কস অ্যান্ড স্পেনসার রাজা চার্লসের অভিষেক উপলক্ষে রাজকীয় ঢঙে সাজিয়ে কলিন দ্য ক্যাটারপিলার কেক বিক্রি করবে।

এটিকে একটি মুকুট দিয়ে সাজানো হবে। আর কেকের ওপরে লাল, সাদা ও নীল রঙের সাজানো উপকরণ ছড়িয়ে দেওয়া থাকবে।

কোম্পানিটি নির্দিষ্ট আকারের

কেকের পাশাপাশি ছোট আকারের কেকও তৈরি করবে।

বিশেষ এই দিনকে সামনে রেখে লন্ডনের মাদাম তুসো জাদুঘরে রাজা চার্লসের স্ত্রী এবং কুইন কনসোর্ট ক্যামিলার একটি মোমের মূর্তি উন্মোচন করা হয়েছে।
গাঢ় নীল রঙের গাউন পরা মূর্তিটিকে থ্রোন রুমে রাজা, প্রয়াত রানি, ডিউক অব এডিনবরা, ওয়েলসের প্রিন্স ও প্রিন্সেসের মূর্তির পাশে রাখা হয়েছে।

 

 

 

 

চকলেট ও ক্রাফট প্রস্তুতকারীদের একটি দল ১৭ লিটারের বেশি পরিমাণের গলানো চকলেট দিয়ে রাজা চার্লসের একটি আবক্ষ মূর্তি তৈরি করেছে। এর ওজন ২৩ কেজি। এটি তৈরি করতে চার সপ্তাহ সময় লেগেছে।

সাধারণত, রাজপরিবারের অনুমতি ছাড়া তাদের ছবি, প্রতীক কিংবা আনুষ্ঠানিক কোনো চিহ্নকে বাণিজ্যিক পণ্যের জন্য ব্যবহার করা যায় না। তবে গত ফেব্রুয়ারিতে বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়, রাজ অভিষেক অনুষ্ঠান উপলক্ষে স্মারক হিসেবে রাজপরিবারের ছবি এবং আনুষ্ঠানিক চিহ্নের বাণিজ্যিক ব্যবহারজনিত বিধিগুলো সাময়িকভাবে শিথিল করা যেতে পারে।

 

 

 

ভোক্তা সংস্কৃতি নিয়ে গবেষণাকারী ব্রিটিশ প্রতিষ্ঠান মিউজিয়াম অব ব্র্যান্ডসের প্রতিষ্ঠাতা রবার্ট ওপি বলেন, শত শত বছর ধরে রাজপরিবারের বিভিন্ন অনুষ্ঠানের স্মারক হিসেবে যুক্তরাজ্যের ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের বিশেষ পণ্য তৈরি করে থাকেন।

এ ধরনের কিছু পণ্যকে ‘জুবিলেশন: টু হান্ড্রেড ইয়ারস অব রয়েল স্যুভেনিরস’ নামক প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছিল। যেমন ১৮৩০-এর দশকে রানি ভিক্টোরিয়ার অভিষেক অনুষ্ঠান উপলক্ষে একটি ফ্লাস্ক এবং ১৯৩৭ সালে রাজা ষষ্ঠ জর্জের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে তৈরি ক্যানের বিয়ারও প্রদর্শনীতে ছিল। গত বছর রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার প্লাটিনাম জুবিলি উপলক্ষে জাদুঘরটির পক্ষ থেকে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।

আরো পড়ুন

শেফের জন্য ৩০০০ পাউন্ড সাইন-ইন বোনাস, ছয় অংকের বেতন!

যুক্তরাজ্যে ফৌজদারি অপরাধীরা নিতে পারবেন না নাগরিকত্ব

চলতি বছর ১০ হাজারের বেশি আশ্রয়প্রার্থী নৌকায় যুক্তরাজ্যে পৌঁছেছে