TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

চালকের পরিচয় না দেওয়ায় যুক্তরাজ্যে একের পর এক মামলায় দোষী টেসলা

যুক্তরাজ্যের পুলিশ বাহিনীর সঙ্গে বারবার সহযোগিতা করতে ব্যর্থ হওয়ায় ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার ব্রিটিশ শাখার বিরুদ্ধে অন্তত ১৮টি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এসব মামলায় মোট জরিমানা, আদালত খরচ ও ফি মিলিয়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার পাউন্ডেরও বেশি অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

 

গত দুই বছরে দায়ের হওয়া এসব মামলা মূলত সড়ক পরিবহন আইন লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। টেসলা তাদের গাড়িগুলো দীর্ঘমেয়াদি লিজে সরবরাহ করে, যেখানে লিজিং কোম্পানিই গাড়ির নিবন্ধিত মালিক হিসেবে বিবেচিত হয়। ফলে কোনো গাড়ি অতিরিক্ত গতিতে চালানোর সময় ধরা পড়লে, প্রকৃত চালকের পরিচয় পুলিশকে জানানো আইনি বাধ্যবাধকতা থাকে।

তবে একাধিক ঘটনায় দেখা গেছে, পুলিশি নোটিশ ও চিঠির জবাব সময়মতো না দেওয়ায় চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এর ফলে চালকের পরিবর্তে টেসলা ফিন্যান্সিয়াল সার্ভিসেসকেই আদালতে অভিযুক্ত হতে হয়েছে এবং দোষী সাব্যস্ত করা হয়েছে।

এমনই এক ঘটনায় দক্ষিণ ওয়েলস পুলিশ জুলাই ২০২৫ সালে এম-ফোর মোটরওয়েতে ঘণ্টায় ৮০ মাইল গতিতে চলা একটি টেসলা গাড়ির চালক শনাক্ত করতে টেসলা ফিন্যান্সিয়াল সার্ভিসেসের কাছে চিঠি পাঠায়। আদালতের নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটির পরিচালক বেকি হজসন ইমেইলের মাধ্যমে দোষ স্বীকার করেন, যদিও তিনি দাবি করেন যে অভ্যন্তরীণ নিয়ম মেনে ডাকযোগে চালকের তথ্য পাঠানো হয়েছিল।

এই মামলায় মার্থার টিডফিল ম্যাজিস্ট্রেট আদালত টেসলাকে ১,০০০ পাউন্ড জরিমানা, ১২০ পাউন্ড আদালত খরচ এবং ৪০০ পাউন্ড ভিকটিম সারচার্জ প্রদান করার নির্দেশ দেয়।

প্রেস অ্যাসোসিয়েশনের অনুসন্ধানে উঠে এসেছে, ২০২৪ সালের শুরু থেকে টেসলা ফিন্যান্সিয়াল সার্ভিসেসের বিরুদ্ধে অন্তত ১৮টি দোষী সাব্যস্ত হওয়ার রায় রয়েছে। এসব মামলা মেট্রোপলিটন পুলিশ, হ্যাম্পশায়ার কনস্ট্যাবুলারি ও থেমস ভ্যালি পুলিশসহ বিভিন্ন বাহিনী দায়ের করেছে।

নিষ্পত্তি হওয়া একটি মামলায় হ্যাম্পশায়ারের এ-থ্রি সড়কে একটি টেসলা গাড়িকে ঘণ্টায় প্রায় ১০০ মাইল গতিতে চলতে ধরা হয়। তবে পুলিশের একাধিক চিঠির কোনো জবাব না পাওয়ায় চালককে শনাক্ত করা সম্ভব হয়নি এবং শেষ পর্যন্ত কোম্পানিকেই জরিমানার মুখে পড়তে হয়।

আরেক ঘটনায়, এক টেসলা চালক তিনবার অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে ধরা পড়েন, যা তাকে ড্রাইভিং লাইসেন্স বাতিলের ঝুঁকিতে ফেলতে পারত। কিন্তু চালক শনাক্ত না হওয়ায় সে সুযোগ আর তৈরি হয়নি।

শনাক্ত হওয়া অধিকাংশ মামলার বিচার হয়েছে ‘সিঙ্গেল জাস্টিস প্রোসিডিউর’-এর আওতায়, যেখানে সাধারণত ছোটখাটো অপরাধের নিষ্পত্তি করা হয়। এসব মামলায় মোট জরিমানা ও ফি মিলিয়ে ২০,৬৮৬ পাউন্ড আরোপ করা হয়েছে।

এ বিষয়ে টেসলার কাছে মন্তব্য চাওয়া হলেও এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্রঃ বিবিসি

এম. কে

আরো পড়ুন

‘যুক্তরাজ্য সরকারের কাজই করছিলাম”—অভিবাসী পাচারকারী চক্রের দাবি

অভিবাসী ও শরণার্থীরা যুক্তরাজ্যে স্বাগত, ট্রাম্প-প্রেমী নীতির বিপরীতে দাঁড়াবে গ্রিনরাঃ পোলানস্কি

যুক্তরাজ্যের আর্থিক খাতে অংশগ্রহণ কমেছে নারীদের

নিউজ ডেস্ক