4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

চেয়ারম্যান-এমডিসহ বসুন্ধরা পরিবারের ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশের অন্যতম শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ তাদের পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের উপর শুনানি নিয়ে সোমবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দিয়েছে।

দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বসুন্ধরা গ্রুপের আরও যাদের দেশত্যাগে নিষধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন- আনভীরের মা আফরোজা বেগম, ভাই সাদাত সোবহান, সাদাত সোবহানের স্ত্রী সোনিয়া ফেরদৌস সোবহান, সাবরিনা সোবহান, সাফিয়াত সোনহান ও সাফওয়ান সোবহান।

এদিন দুদকের উপপরিচালক মো. নাজমুল হুসাইন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানিতে অংশ নেন।

আবেদনে বলা হয়, আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানি লন্ডারিং, রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন, স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করার অভিযোগের অনুসন্ধান চলছে। গোপন সূত্রে জানা গেছে, তারা অর্থ পাচার ও দেশত্যাগের পরিকল্পনা করেছেন। এ কারণে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের বড় শিল্প গ্রুপগুলোর মধ্যে অন্যতম। ১৯৮৭ সালে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড গঠনের মাধ্যমে আবাসন ব্যবসায় পা রাখে গ্রুপটি। বসুন্ধরা গ্রুপের উপর মুনিয়াসহ অনেক সাধারণ মানুষকে হত্যার অভিযোগও রয়েছে বলে তথ্যমতে জানা যায়।

এম.কে
২২ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

বঙ্গবন্ধু ও শেখ হাসিনা কোনো মতে এক কথা নয়ঃ কাদের সিদ্দিকী

শেখ হাসিনার হাতে আছে ১৮ দিন, অপশন মাত্র দুটি

বাংলাদেশে হিজড়াদের জন্য প্রথম মাদ্রাসা

অনলাইন ডেস্ক