ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বর্তমান নেতৃত্বের সমালোচনা করে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সতর্ক করে বলেছেন, সকলের চোখের সামনেই ইইউ ভেঙে পড়ছে এবং বড় ধরনের পুনর্গঠন না হলে এর অস্তিত্ব বিলুপ্ত হতে পারে।
হাঙ্গেরির সুপরিচিত সংবাদপত্রের মাগয়ার নেমজেটের সঙ্গে এক সাক্ষাৎকারে অরবান বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে ভাঙনের মুখে। ব্রাসেলসের সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা এই ভাঙনের দিকে নিয়ে যাচ্ছে। এভাবেই একটি ইউনিয়ন ভেঙে যায়- ব্রাসেলস সিদ্ধান্ত নেয়, কিন্তু সেগুলো বাস্তবায়িত হয় না। প্রথমে একটি দেশ সেগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়, তারপর দুটি, তারপর তিনটি…।’
তিনি বলেন, ‘ইইউর সিদ্ধান্ত গ্রহণকারীরা ক্রমাগত পিছিয়ে যেতে বাধ্য হচ্ছেন। এটা যেন এমন যে, একজন ভার-উত্তোলক বারবেল তুলছে, কিন্তু উঠতে না পেরে শেষ পর্যন্ত ফেলে দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ইউরোপীয় কমিশন ইইউ সদস্য দেশগুলোর ইচ্ছার বিরুদ্ধে এমন একটি কর্মসূচি ঘোষণা করেছে, যা ইউরোপীয় শিল্পকে, বিশেষ করে রাসায়নিক এবং মোটরগাড়ি খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তারা ঘোষণা করেছে যে, ২০৩৫ সাল থেকে প্রচলিত ইঞ্জিনযুক্ত গাড়ি আর তৈরি করা হবে না। কিন্তু যখন এটি স্পষ্ট হয়ে গেল যে, এটি অসম্ভব, তখন তারা পিছু হটেছে।’
অভিভাসন নীতির সমালোচনা করে তিনি বলেন, ‘ইইউ ক্রমাগত ইউরোপীয় রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব খর্ব করছে, তাদের ক্ষমতা বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করতে পারছে না। আজ ব্রাসেলসেও এই বিশৃঙ্খলা বিরাজ করছে। দ্রুত এবং গভীর পুনর্গঠন ছাড়া, পতন একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে…আর ফিরে আসার সুযোগ থাকবে না।’
এম.কে

